গত বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) জিতেছে অস্ট্রেলিয়া। তাদের ষষ্ঠ বিশ্বখেতাব জয়ের অন্যতম কারিগর গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ব্যাটে-বলে বারবার তফাৎ গড়ে দিয়েছিলেন তারকা অলরাউন্ডার। টুর্নামেন্টের শুরুটা মোটেও ভালো করে নি অজিরা। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ম্যাচে পর্যুদস্ত হওয়ার পর একটা সময় ছিটকে যাওয়ার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিলো প্যাট কামিন্সের (Pat Cummins) দল। সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করে তারা। বাংলাদেশকে হারিয়ে প্রথম অক্সিজেন জুটিয়েছিলো অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নের হুঙ্কার প্রথমবার চোখে পড়ে আফগানিস্তানের বিরুদ্ধে। খাদের কিনার থেকে সাফল্যের সরণিতে ফিরে এসেছিলো তারা। সেই ম্যাচেই এক অভাবনীয় ইনিংস খেলে ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন ‘ম্যাড ম্যাক্স।’
Read More: ৪, ৪, ৪, ৬, ৬, ৬…জ্বলে উঠলেন মার্টিন গাপ্টিল, লেজেন্ডস লীগে আতসবাজি কিউই তারকা’র ব্যাটে !!
ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ম্যাক্সওয়েল-
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের ‘ডার্ক হর্স’ বলা হচ্ছে আফগানিস্তানকে। সীমিত ওভারের খেলায় নিয়মিত ‘অঘটন’ ঘটিয়ে চলেছে তারা। গত বছরের ওডিআই বিশ্বকাপেও পাকিস্তান, ইংল্যান্ডের মত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছে। প্রায় হারিয়ে দিয়েছিলো অস্ট্রেলিয়াকেও। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) এক অতিমানবীয় ইনিংসের সামনে শেষমেশ নতিস্বীকার করতে হয় রশিদ খান (Rashid Khan), রহমানুল্লাহ গুরবাজদের (Rahmanullah Gurbaz)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো আফগানরা। দারুণ ব্যাটিং করেন ওপেনার ইব্রাহিম জাদ্রান। ১৪৩ বলে অপরাজিত থাকেন ১২৯ রান করে। নির্ধারিত ৫০ ওভারে ২৯১ রান স্কোরবোর্ডে তোলে আফগান আটালানরা। কার্যকরী ইনিংস খেলেন রহমত শাহ, রশিদ খান’রাও।
২৯২ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছিলো অস্ট্রেলিয়া। ওয়ার্নার, ট্র্যাভিস হেড (Travis Head), স্টিভ স্মিথ থেকে মার্নাস লাবুশেন-পরপর সাজঘরে ফেরেন সকলেই। একটা সময় ৯১ রানে ৭ উইকেট খুইয়ে বসেছিলো অজি বাহিনী। এই ম্যাচ যে অস্ট্রেলিয়া হারছে তা নিশ্চিত ধরে নিয়েছিলেন দর্শকেরা। সেখান থেকে নাটকীয় পটপরিবর্তন ঘটে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ব্যাটে। রশিদ, নবীন উল হক, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবিদের বিরুদ্ধে পালটা মারের স্ট্র্যাটেজি নেন তিনি। চাপের মুখেও একবারের জন্যও অ্যাকসিলারেটর থেকে পা সরান নি তিনি। একের পর এক শট আছড়ে পড়তে থাকে গ্যালারিতে। একটা সময় আসন্ন জয়ের কথা ভেবে খানিক যেন চাপযুক্ত হয়ে পড়েছিলেন আফগান ক্রিকেটাররা। কিন্তু ম্যাক্সওয়েলের বিক্রমে তাদের কপালে পড়তে থাকে চিন্তার ভাঁজ।
দেখুন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসের কিছু ঝলক-
Glenn Maxwell – Greatest ODI -CWC23 – 201 pic.twitter.com/nL3x3e4e66
— بھٹی صاحب (@JD_Jave) October 2, 2024
ম্যাক্সওয়েলের বিক্রমে হারা ম্যাচ জেতে অজিরা-
মুম্বইয়ের অসহনীয় গরম ও আর্দ্রতার কারণে পেশীতে টান ধরে গিয়েছিলো গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell)। অজি অলরাউন্ডার রান নেওয়ার জন্য দৌড়তে পারছিলেন না। ফুটওয়ার্ক’ও হয়ে পড়েছিলো নড়বড়ে। কিন্তু হাল ছাড়েন নি তিনি। কার্যত এক পায়ের সাহায্যেই বারবার প্রতিপক্ষ বোলারদের পাঠাচ্ছিলেন বাউন্ডারির ঠিকানায়। দেখতে দেখতে কমে আসে দুই পক্ষের রানের অন্তর। শেষমেশ ৪৭তম ওভারের শেষ বলটিতে মুজিব-উর-রহমান’কে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে অসম্ভবকে সম্ভব করে তোলেন ম্যাক্সওয়েল। ২১টি চার ও ১০টি ছক্কার সাহায্যে করেন অপরাজিত ২০১ রান। দ্বিশতকের মাইলস্টোন ছুঁয়ে মাঠ ছাড়েন তিনি। অধিনায়ক কামিন্সের (Pat Cummins) সাথে ২০২ রানের জুটি গড়েছিলেন অজি অলরাউন্ডার। এর মধ্যে কামিন্স করেন ৬৮ বলে মাত্র ১২ রান। বাকি রান স্কোরবোর্ডে যোগ করেছিলেন একা ম্যাক্সওয়েল’ই।
Also Read: বিরাট বা ধোনি নয়, এই খেলোয়াড়কে আসল ‘নেতা’ বললেন সূর্যকুমার যাদব !!