আইপিএল ফাইনালের একদিন আগেই ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলির বন্ধু, মাথায় হাত RCB দলের !! 1

মঙ্গলবার আইপিএলের (IPL 2025) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টে পৃথিবীর সেরা বিদেশি ক্রিকেটাররা অংশগ্রহণ করে থাকেন। অস্ট্রেলিয়ার একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার এই বছর আইপিএলেও অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে অন্যতম হিসেবে দীর্ঘদিন ধারাবাহিকভাবে দুরন্ত পারফরমেন্স করে নিজের জায়গা করে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল‌ (Glenn Maxwell)। আন্তর্জাতিক মঞ্চেও তিনি দেশকে এনে দিয়েছেন একাধিক সাফল্য। এবার ম্যাক্সওয়েল (Glenn Maxwell) আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। এই সিদ্ধান্ত নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।

Read More: “না জিতলে ডিভোর্স দেব …”, ফাইনালের আগেই RCB’র মহিলা সমর্থকের হুমকি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

অবসর নিলেন ম্যাক্সওয়েল-

আইপিএল ফাইনালের একদিন আগেই ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলির বন্ধু, মাথায় হাত RCB দলের !! 2
Glenn Maxwell | Images: Getty Images

আইপিএল চলাকালীন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা (Rohit Sharma) অবসর ঘোষণা করার পর বিরাট কোহলি‌ও (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই দুই তারকা ক্রিকেটার পরবর্তী এক দিনের বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাবেন কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এবার এর মধ্যেই ২০২৭ একদিনের বিশ্বকাপের আগেই ওডিআই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তিনি ২০১৫ এবং ২০২৩ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এই ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে ১৪৯ ম্যাচে ৩৯৯০ রান। ওডিআই ক্রিকেটে এই তারকার ৪ টি শতরান এবং ২৩ টি অর্ধশতরান আছে। বল হাতেও নিয়েছেন ৭৭ টি উইকেট। অন্যদিকে আইপিএলে দীর্ঘদিন গ্লেন ম্যাক্সওয়েল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণ করেছেন। উল্লেখ্য নতুন প্রজন্মের ক্রিকেটারদের ওডিআই ক্রিকেটে জায়গা করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই অজি তারকা।

অন্যতম ক্রিকেট ব্যক্তিত্ব ম্যাক্সওয়েল-

আইপিএল ফাইনালের একদিন আগেই ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলির বন্ধু, মাথায় হাত RCB দলের !! 3
Glenn Maxwell | Images: Getty Images

২০১২ সালে অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তারপর জাতীয় দলের হয়ে তিনি অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের ব্যাট হাতে লড়াই দীর্ঘদিন ক্রিকেটপ্রেমীদের মনে রয়ে যাবে। তিনি ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছিলেন। এর আগে ২০২২ সালে এই আজি তারকা এক দুর্ঘটনায় পায়ে গুরুতর চোট পেয়েছিলেন। তারপর থেকে তিনি বারবার পা নিয়ে সমস্যার মধ্যে পড়েছেন। ফলে এবার আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এক সাক্ষাৎকারে এই অজি অলরাউন্ডার বলেন, “আমার শারীরিক সমস্যার জন্য দলকে হতাশ করেছি। অস্ট্রেলিয়ার ক্রিকেট নির্বাচকদের প্রধান জর্জ বেইলির সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে। তাকে জানিয়েছি আমি ২০২৭ একদিনের বিশ্বকাপ খেলতে পারবো না। আমি কয়েকটি সিরিজ খেলার জন্য ব্যক্তিগত কারণে জায়গা ধরে রাখতে চাইনা। আমার জায়গায় তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হোক।”

Read Also: IPL 2025: ৯ বছর আগে এই তারকার জন্য RCB আইপিএল ফাইনাল হেরেছিল, এবার তিনি বেঙ্গালুরুকে এনে দেবেন ট্রফি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *