পাকিস্তান ক্রিকেটের ডামাডোল কমার কোনো ইঙ্গিতই পাওয়া যাচ্ছে না গত কয়েক বছরে। মাসখানেক আগে সাদা বলের ফর্ম্যাটে কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন গ্যারি কার্স্টেন। এবার টেস্ট ক্রিকেটে কোচের পদ থেকেও স্বেচ্ছায় সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার জেসন গিলেসপি (Jason Gillespie)। চলতি বছরের এপ্রিল মাসেই দায়িত্ব পেয়েছিলেন তিনি। চুক্তির মেয়াদ ছিলো দুই বছর। কিন্তু আট মাসের মধ্যেই পদ ছেড়ে দিলেন প্রাক্তন অজি পেসার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) সাথে দূরত্ব বাড়ার কারণেই কোচিং ছেড়েছেন তিনি, জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। দিনকয়েকের মধ্যেই শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার ঠিক আগে কোচের ইস্তফার ফলে শান মাসুদের (Shan Masood) দল যে চাপে পড়বে তা নিশ্চিত করে বলা যায়। দ্রুত গিলেসপি’র শূন্যস্থান পূরণের চেষ্টায় পিসিবি।
Read More: IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারলে লজ্জার বোঝা কাঁধে অবসর নিতে পারেন তিন মহাতারকা !!
পদ ছাড়লেন ‘বিরক্ত’ গিলেসপি-

সম্প্রতি নয়া নির্বাচক কমিটি নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) । সেখানে রয়েছেন আকিব জাভেদ, আলিম দার, আজহার আলি, আসাদ শফিক, হাসান চিমা’রা। দল নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব পেয়েছেন তাঁরা। খর্ব করা হয়েছে কোচেদের ক্ষমতা। কার্স্টেনের (Gary Kirsten) সরে দাঁড়ানোর অন্যতম কারণ ছিলো সেটাই। বিষয়টি অপছন্দের ছিলো টেস্ট দলের কোচ জেসন গিলেসপিরও (Jason Gillespie)। তিনি প্রকাশ্যেই বলেছিলেন, “আমি এখন কেবল একজন অ্যানালিস্ট হয়ে পড়েছি। আমি মোটেও এই ভূমিকার জন্য আবেদন করি নি।” টেস্ট দলের হয়ে কাজ চালিয়ে যাওয়া রীতিমত কঠিন হয়ে দাঁড়িয়েছিলো তাঁর কাছে। পিসিবি’র সাথে দ্বন্দ্ব চরমে পৌঁছায় শুক্রবার অর্থাৎ আজ। সকাল ছয়টায় দক্ষিণ আফ্রিকাগামী ফ্লাইট ছিলো তাঁর। কিন্তু বিমানে উঠতেই অস্বীকার করেন তিনি। বদলে পাক বোর্ড’কে জানিয়ে দেন ইস্তফার কথা।
পড়শি দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) সাথে সম্পর্কের অবনতিকেই ইস্তফার প্রধান কারণ বলে জানিয়েছেন গিলেসপি (Jason Gillespie)। যেভাবে তাঁকে সম্পূর্ণ অন্ধকারে রেখে টেস্ট দলের হাই পারফর্ম্যান্স কোচ টিম নিয়েলসন’কে (Tim Nielsen) ছেঁটে ফেলেছিলো পিসিবি, তা মানতে পারেন নি গিলেসপি। পিসিবি’র বিশ্বাসভঙ্গে ‘বিরক্ত’ হয়েই তাই সরে দাঁড়ালেন আজ। পাক ক্রিকেটের আঙিনায় গিলেসপির মেয়াদ যে ফুরিয়ে আসছে তার ইঙ্গিত অবশ্য পাওয়া গিয়েছিলো বেশ কয়েকদিন আগেই। কার্স্টেন (Gary Kirsten) সরে দাঁড়ানোর পর প্রাক্তন অজি পেসারকেই সাদা বলের ফর্ম্যাটেও দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিলেন মহসীন নকভি’রা। কিন্তু দিনকয়েকের মধ্যেই সেই পদ ছেড়ে দেন তিনি। সেখানেও বোর্ড কর্তাদের সাথে মনোমালিন্যই প্রধান কারণ বলে জানা গিয়েছিলো।
বিকল্প কোচের সন্ধানে পাক বোর্ড-

নতুন বছরের গোড়ায় অনেক ঢাকঢোল বাজিয়ে টেস্ট দলের কোচ হিসেবে গিলেসপি (Jason Gillespie) ও সীমিত ওভারের দুই ফর্ম্যাটের কোচ হিসেবে গ্যারি কার্স্টেন’কে (Gary Kirsten) নিযুক্ত করেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বছর ঘোরার আগেই সরে দাঁড়লেন দু’জনেই। ফলে ফের নয়া প্রশিক্ষকের সন্ধানে মহসীন নকভি’রা (Mohsin Naqvi)। সাদা বলের ফর্ম্যাটে অন্তর্বর্তীকালীন দায়িত্ব আপাতত সামলাচ্ছেন আকিব জাভেদ (Aaqib Javed)। পাক প্রাক্তনীই লাল বলের ফর্ম্যাটেও অস্থায়ী দায়িত্ব পাচ্ছেন বলে বিজ্ঞপ্তি জারি করেছে পিসিবি। সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, “লাল বলের ফর্ম্যাটের হেড-কোচ জেসন গিলেসপি’র ইস্তফার পর, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আকিব জাভেদের নাম পাকিস্তান ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন লাল বলের হেড কোচ হিসেবে ঘোষণা করছে।”
Also Read: IPL 2025: চিন্তা বাড়লো নাইট রাইডার্সের, দল থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ব্যাটার !!