গত দুই-তিন বছর ধরেই ধারাবাহিকতার অভাবে ভুগছেন বাবর আজম (Babar Azam)। সমস্যার সূত্রপাত ২০২৩ থেকে। এশিয়া কাপে দুর্বল নেপালের বিপক্ষে একটি শতরান ছাড়া কোনো উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেন নি তিনি। ঐ বছর ওডিআই বিশ্বকাপেও চূড়ান্ত হতাশ করেছিলেন বাবর। এরপর ব্যাটিং-এ ফোকাস করার জন্য নেতৃত্ব ছেড়েছিলেন তিনি। কিন্তু তাতেও বিশেষ লাভ হয় নি। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হন ভারতের বিরুদ্ধে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা’র মত তথাকথিত দ্বিতীয় সারির দলের বিরুদ্ধেও রানের মুখ দেখেন নি তিনি। কুড়ি-বিশের বিশ্বকাপের পর কেটে গিয়েছে বেশ কিছু মাস। অফ ফর্মের অন্ধকার এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেন নি বাবর (Babar Azam)। তাঁর ব্যর্থতায় ব্যথিত অনুরাগীরা। সম্প্রতি বাবরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য হার্শেল গিবসকে (Herschelle Gibbs) অনুরোধ করেছিলেন জনৈক ভক্ত। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির উত্তর চমকে দিয়েছে সকলকে।
Read More: আইপিএল ২০২৫-এর আগেই ধনী হয়ে গেলেন ইন্ডিয়ার এই খেলোয়াড়, ৩০০% বেতন পেল বৃদ্ধি !!
তোপ দাগলেন হার্শেল গিবস-
![“কিছু বুঝতেই পারে না…” বাবর আজমের ইংরেজি জ্ঞান নিয়ে বেনজির খোঁচা হার্শেল গিবসের !! 2 Babar Azam | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/10/BABAR.jpg)
তিন ফর্ম্যাটেই রানের আকাল বাবর আজমের (Babar Azam) ব্যাটে। মাসখানেক আগে টেস্ট দল থেকে বাদই পড়তে হয়েছিলো তাঁকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে ফিরে অবশ্য দুটি অর্ধশতক করেছিলেন। দুই বছরের অপেক্ষার পর লাল বলের ফর্ম্যাটে পঞ্চাশের গণ্ডী টপকে ছিলেন তিনি। বাবরের (Babar Azam) ব্যাটে ছন্দে ফেরার আভাস পেয়ে আনন্দিত হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু বিধি বাম। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই মুখ থুবড়ে পড়েন তিনি। মুলতানে দুটি টেস্টের চার ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে যথাক্রমে ৮, ৫, ১ ও ৩১ রান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভুলত্রুটি শুধরে ফর্মে ফেরার জন্য বাবরের সামনে অন্তিম সুযোগ ছিলো দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ। সেখানেও রানের মুখ দেখলেন না তিনি। লাহোর ও করাচীতে তিন ম্যাচ খেলে তিনি করেছেন যথাক্রমে ১০, ২৩ ও ২৯ রান।
কি করলে পুরনো ছন্দ ফিরে পাবেন বাবর (Babar Azam)? প্রশ্নের উত্তরের খোঁজে অনেকেই। শেষমেশ দক্ষিণ আফ্রিকার প্রাক্তনী হার্শেল গিবসের কাছেই সাহায্য প্রার্থনা করলেন পাকিস্তানী তারকার এক অনুরাগীরা। গত ১৩ তারিখ ট্যুইটারে সামিল খান নামে ঐ ভক্ত অনুরোধ করেন, “২০২১-২২’এর পিএসএলে করাচী কিংসে থাকার সময় যেমন দিতেন তেমনই কিছু টিপস এখনও বাবর আজমকে দিন না।” বিষয়টি এড়িয়ে যান নি গিবস (Herschelle Gibbs)। বরং উত্তরে পাক তারকাকে কিঞ্চিৎ খোঁচাই দিয়েছেন প্রোটিয়া প্রাক্তনী। তাঁর ইংরেজি বলার ও বোঝার দক্ষতার দিকে আঙুল তুলে ট্যুইটারে লেখেন, “বাবরের জন্য ভাষা একটা বড় সমস্যা। আপনি নিশ্চয়ই জানেন যে ওর ইংরেজি জ্ঞান বিশেষ ভালো নয়। ওকে কিছু বোঝানো কঠিন।” পাক তারকাদের ভাষা সমস্যা নতুন কিছু নয়। গিবসের মন্তব্যের পর আরও একবার চর্চায় বিষয়টি।
দেখুন গিবসের ট্যুইটটি-
Hey Gibbs, How about giving some suggestions to Babar Azam like you did back in 2021/2022 during PSL with Karachi Kings? I guess he won’t deny your interference this time 😉😬
— Sameel Khan (@sameel_khan008) February 12, 2025
বাবরের ব্যর্থতার কারণ জানালেন গিবস-
![“কিছু বুঝতেই পারে না…” বাবর আজমের ইংরেজি জ্ঞান নিয়ে বেনজির খোঁচা হার্শেল গিবসের !! 3 Babar Azam | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/10/babar-captain-1.png)
বাবর আজমের (Babar Azam) সাম্প্রতিক ব্যর্থতার ময়নাতদন্তও করেছেন হার্শেল গিবস। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনারের মনে করেন যে সময়ের সাথে নিজেকে বদলাতে না পারার কারণেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। ২০২১ সালে পিএসএল ফ্র্যাঞ্চাইজি করাচী কিংসের কোচিং করানোর সময় খুব কাছ থেকে বাবর আজম ও পাকিস্তানের ক্রিকেটকে দেখেছেন তিনি। সেই সময়ের স্মৃতি রোমন্থন করে তাঁর মন্তব্য, “তখনই আমি প্রথমবার ওর সাথে কাজ করেছিলাম। আমি কেবল পর্যবেক্ষণ করেছিলাম ওকে সেই সময়। কিন্তু তারপর থেকে ওকে যখনই দেখেছি মনে হয়েছে যে ও খেলার ধরণে কোনো রকম রদল করে নি-তখনও যে ভাবে খেলত, সে শটগুলো মারত, এখনও তাই মারে।” গিবসকে ভুল প্রমাণ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জ্বলে উঠতে পারবেন বাবর (Babar Azam)? অন্ধকার সময়েও আশার প্রদীপ জ্বালিয়েই রাখছেন পাকিস্তানী সমর্থকেরা।