গৌতম গম্ভীর : কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে সফল অধিনায়ক হলেন গৌতম গম্ভীর। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের এত দাপাদাপির পিছনে অবশ্য রয়েছে গম্ভীরেরই হাত। তাঁর কাছে ভর করে দু’বার আইপিএল খেতাব জিতেছে দল। স্বাভাবিকভাবে তাঁকে ছাড়া পরের মরশুমে নতুন করে দল গঠনের ব্যাপারে ভাবনা চিন্তা কেকেআর টিম ফ্র্যাঞ্চাইজি। সেই ২০১১ সাল থেকে নাইট শিবিরের দায়িত্ব নেওয়ার পর থেকেই গোটা দলের খোলনলচে পাল্টে ফেলেছেন গৌতি। দলকে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও তিনি প্রথম থেকেই ছিলেন ধারাবাহিক। চলতি আইপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে থাকার কারণে বেশ কিছুদিন অরেঞ্জ ক্যাপ ছিল তাঁরই মাথায়। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত তাঁর ঝুলিতে জমা ছিল ৪৯৮ রান। তাই পরের মরশুমে কলকাতা নাইট রাইডার্স নিশ্চিতভাবে গম্ভীরকে দলের নেতা হিসেবে বেছে নিয়েই মাঠে নামার কথা ভাববে।
২০১৮ সালের আইপিএলে টিম কেকেআর দলে রাখতে চাইবে এই পাঁচ ক্রিকেটারকে
