মনীশ পান্ডে : মিডল অর্ডারে দলের স্বার্থে ধারাবাহিকভাবে খেলে যাওয়ার ব্যাপারে এই মুহূর্তে কেকেআর এর কাছে মনীশ পাণ্ডের চেয়ে ভালো কোনও বিকল্প ক্রিকেটার নেই। কর্ণাটকের এই ডানহাতি ব্যাটসম্যানটি সেই ২০১৪ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজরকাড়া ক্রিকেট খেলে চলেছেন। দলকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রেও ফাইনালে ৯৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছিলেন মনীশ। এবারের আইপিএলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পেরেছেন তিনি। ১৪টি ইনিংসে সবমিলিয়ে ৩৯৬ রান তোলেন এই কর্ণাটকের ব্যাটসম্যানটি। যার ফলে বিসিসিআই নির্বাচকেরা মনীশকে সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে রাখার চিন্তা ভাবনা করেছিলেন। যদিও চোটের কারণে তিনি ইংল্যান্ডে যাননি। তাই পরের মরশুমে টিম কেকেআর তাঁকে দলে রাখার ব্যাপারে উদ্যেগী হলে, অবাক হওয়ার কিছুই থাকবে না।
২০১৮ সালের আইপিএলে টিম কেকেআর দলে রাখতে চাইবে এই পাঁচ ক্রিকেটারকে
