কুলদীপ যাদব : বাঁ-হাতি চায়নাম্যান স্পেশালিস্ট কুলদীপ যাদব এবারের আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করে সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও, ভবিষ্যতে টিম কেকেআর-এর কাছে তিনি কিন্তু অমূল্য সম্পদ হয়ে দাঁড়াতে পারেন। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স করে যেভাবে তিনি এগিয়ে আসছেন, ভবিষ্যতে এই বাঁ-হাতি স্পিনারটি ভারতীয় দলের প্রধান বোলারের জায়গা নিতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁর বোলিংয়ের বিশেষতই কুলদীপকে আগামী লম্বা সময়ের জন্য বড় প্ল্যাটফর্মে ধরে রাখবে। শেষ দুই তিন বছর টিম কেকেআর এর সঙ্গে যুক্ত থাকলেও, এবারের আইপিএলে অনেকগুলি ম্যাচে পারফর্ম করার সুযোগ পেয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, পরের মরশুমে কুলদীপের কাছ থেকে আরও ভালোকিছু পাওয়ার লক্ষ্য নিয়ে দলে রেখে দিতে চাইবে শাহরুখের দলটি।
২০১৮ সালের আইপিএলে টিম কেকেআর দলে রাখতে চাইবে এই পাঁচ ক্রিকেটারকে
