২০০৮ সালে ভারতীয় ক্রিকেট আঙিনায় যাত্রা শুরু করে আইপিএল। দেখতে দেখতে সফলভাবে দশ দশটি আইপিএল আয়োজনও সম্পন্ন হল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এই কুড়ি-বিশের ক্রিকেট টুর্নামেন্টের জনপ্রিয়তা। প্রথম পর্বে বোর্ডের সঙ্গে টিম ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারের সত্ত্ব নেওয়া সংস্থা এমনকি স্পন্সরদের সঙ্গে দশ বছরের চুক্তি থাকার কারণে পরের আইপিএলে ফের নতুন করে সবকিছু শুরু হবে। সে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আইপিএল আয়োজকের চুক্তি হোক কিংবা ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তি। একাদশতম আইপিএলের সর্ব ক্ষেত্রেই থাকবে নতুনের ছোঁয়া। ফের নতুন করে সব দলের ক্রিকেটারদের নিলামে তুলে বড় দাম হাঁকিয়ে দলে টেনে নেবে টিম ফ্র্যাঞ্চাইজিরা। এমনকি নতুন ফ্র্যাঞ্চাইজি চাইলে বিড ফর্ম জমা দিতে পারবে, আইপিএলে যোগদানের জন্য। যদিও এত নতুনের মধ্যেও বিশেষ একটি ক্ষেত্রে দলে পুরানো ছোঁয়া রাখার সুযোগ পাবে প্রতিটা টিম ফ্র্যাঞ্চাইজি। সেটা হল কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস সহ সানরাইজার্স হায়দরাবাদরা একাদশতম মরশুমেও নিজেদের দলে কিছু ম্যাচ উইনার ক্রিকেটার রেখে দেওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে পরের আইপিএলে টিম কলকাতা কাকে দলে রেখে দিতে পারে, তা নিয়ে অবশ্য দারুণ শোরগোল পড়ে গিয়েছে। শোনা যাচ্ছে, একাদশতম আইপিএলে টিম কেকেআর নতুন দলে পুরানো কয়েক’জনকে রেখে দেবে। সেক্ষেত্রে তাদের প্রথম পছন্দ অধিনায়ক গৌতম গম্ভীর। পাশাপাশি দলে সুনীল নারিনকেও রাখতে চাইছে তারা। সম্ভব হলে আইপিএল দশে দারুণ পারফরম্যান্স করা আরও তিনজন ক্রিকেটারকে পরের মরশুমে দলে রাখার জোর চেষ্টা চালাবে কলকাতা নাইট রাইডার্স। এবার দেখে নেওয়া যাক সেই পাঁচ ক্রিকেটারকে, যাঁদের পরের আইপিএলেও দলে রাখতে চাইবে শাহরুখের নাইট রাইডার্স।
২০১৮ সালের আইপিএলে টিম কেকেআর দলে রাখতে চাইবে এই পাঁচ ক্রিকেটারকে
