gavaskar-on-ipl-and-franchise-leagues

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বর্তমানে বাইশ গজের দুনিয়ায় স্থায়ী জায়গা করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টগুলি। ভারতের আইপিএল (IPL) দিয়ে সূচনা হয়েছিলো কুড়ি-বিশের এই প্রতিযোগিতাগুলির। এরপর দেখতে দেখতে অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মত দেশেও শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-২০’র দ্বৈরথ। ক্রিকেটের সাথে বিনোদনের ককটেল চুটিয়ে উপভোগ করেছেন দর্শকেরা। একই পথে হেঁটে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার মত ক্রিকেটে বেশ খানিকটা পিছিয়ে থাকা দেশও শুরু করেছে মেজর লীগ ক্রিকেট (MLC) বা গ্লোবাল টি-২০ কানাডার মত টুর্নামেন্ট। এমনকি মধ্যপ্রাচ্য বা জিম্বাবুয়েতেও রমরমিয়ে চলছে টি-২০ বা টি-১০ প্রতিযোগিতা। দুনিয়া ব্যপী এই সব টুর্নামেন্টের বাড়বাড়ন্ত ও ক্রিকেটারদের উপর তাঁর প্রভাব নিয়ে নিজের ভাবনা জানালেন সুনীল গাওস্কর।

Read More: IND vs SL: “এবার ওডিআই থেকেও অবসর নাও…” রান পেলেন না কোহলি, সমালোচনায় মুখর নেটমাধ্যম !!

MLC নিয়ে মুখ খুললেন গাওস্কর-

Sunil Gavaskar | IPL | Image: Getty Images
Sunil Gavaskar | Image: Getty Images

গত বছর থেকে শুরু হয়েছে আমেরিকার নিজস্ব ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট মেজর লীগ ক্রিকেট (MLC)। প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিলো এম আই নিউ ইয়র্ক। দ্বিতীয় মরসুমে খেতাব জিতলো ওয়াশিংটন ফ্রিডম। ফাইনালে সান ফ্রান্সিসকো ইউনিকর্ণসকে হারিয়ে ট্রফি জেতে তারা। স্টিভ স্মিথ (Steve Smith), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (Pat Cummins), ট্র্যাভিস হেডের মত আন্তর্জাতিক ক্রিকেটের একঝাঁক মহাতারকা উপস্থিত ছিলেন ফাইনালে। এছাড়াও গোটা টুর্নামেন্টে বহু তারকা ক্রিকেটার অংশ নিয়েছেন। তা সত্ত্বেও ক্রিকেটের মান মন ভরাতে পারে নি সুনীল গাওস্করের (Sunil Gavaskar)। স্পোর্টস্টারে নিজের কলামে তিনি লিখেছেন সেই কথা। আমেরিকাতে ক্রিকেটের জনপ্রিয়তার ওঠানামা নিয়েও মন্তব্য করেছেন ‘লিটল মাস্টার।’

গাওস্কর লিখেছেন, “কোনো কারণে এই বার বেশী দর্শক ছিলেন না মাঠে। হয়ত দর্শকেরা ক্লান্ত কারণ এই টুর্নামেন্টের (MLC) আগেই টি-২০ বিশ্বকাপ হয়েছে। ক্রিকেটের মান’ও এবার বিশেষ ভালো ছিলো না। হয়ত প্রচুর পরিমাণে সাধারণ মাণের ক্রিকেটার ছিলো বলেই। যে সকল আন্তর্জাতিক তারকারা সারা বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লীগ খেলে বেড়ান তাঁদের মধ্যেও যেন একটা গা ছাড়া ভাব চোখে পড়লো।” আইপিএলের (IPL) একাধিক ফ্র্যাঞ্চাইজির দল রয়েছে মেজর লীগ ক্রিকেটেও। তা নিয়েও মন্তব্য করেছেন গাওস্কর। বলেন, “এটা দেখে খানিকটা অদ্ভুত লাগে যে আইপিএলে কোনো ক্রিকেটার যে দলের হয়ে খেলেন, এখানে তার প্রতিদ্বন্দ্বী আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দলের জার্সি গায়ে চাপিয়ে খেলছেন। এটা বেঠিক কিছু নয়, তবুও অদ্ভুত লাগে।”

ফ্র্যাঞ্চাইজি লীগ খেলায় নিয়ন্ত্রণ চান গাওস্কর-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হচ্ছে নিত্যনতুন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ। ভারত ব্যতীত অন্যান্য দেশের ক্রিকেটারদের কোনো দেশের লীগ খেলাতেই কোনো রকম বিধিনিষেধ নেই। এতে লাভ নয় বরং ক্ষতিই হচ্ছে বলে মনে করেন গাওস্কর (Sunil Gavaskar)। স্পোর্টসস্টারের কলামে তিনি লিখেছেন, “কেউই চায় না যে খেলোয়াড়ের অর্থ উপার্জনের সুযোগ কমে যাক। তবুও তিনটির বেশী লীগ খেলার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা উচিৎ কিনা সে ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গোটা দুনিয়া মানে যে IPL সবার সেরা, এবং এখানে উঁচু মানের খেলোয়াড়দের এখানে দেখা যায়, যার ফলে প্রতিদ্বন্দ্বীতাও হয় হাড্ডাহাড্ডি। সেই কারণে কোনো খেলোয়াড়কে IPL খেলার সুযোগ দেওয়া উচিৎ, পাশাপাশি হয়ত সে আরও দুটো লীগ খেলতে পারে নিজের পছন্দমত।” প্রসঙ্গত গাওস্কর যে নিয়মের কথা বলেছেন তা ইতিমধ্যেই বলবৎ করেছে পিসিবি।

Also Read: IPL 2025: বিদেশী ক্রিকেটারদের খামখেয়ালিপনা রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে BCCI, আইপিএল থেকে করবে ব্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *