Wankhede Golden Jubilee Celebration: গত শতাব্দীর ৭০-এর দশক অবধি বাণিজ্য নগরী মুম্বইতে ক্রিকেটের প্রধান ভেন্যু ছিলো ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার (CCI) তত্ত্বাবধানে থাকা ব্র্যাবোর্ন স্টেডিয়াম। কিন্তু টিকিট বন্টন নিয়ে সিসিআই (CCI) ও মুম্বই ক্রিকেট সংস্থার (MCA) মধ্যে লেগেই থাকত সমস্যা। তা তীব্র আকার ধারণ করে ১৯৭৩ সালের ভারত-ইংল্যান্ড (IND vs ENG) টেস্টের পর। সেই সময়েই বোম্বে (মুম্বই) ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব ছিলেন এস.কে.ওয়াংখেড়ে (S.K.Wankhede)। তাঁর উদ্যোগেই নতুন স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ দেওয়া হয়। চার্চ গেট স্টেশনের কাছে মাত্র ১৩ মাসের মধ্যে গড়ে ওঠে ঝাঁ চকচকে নয়া ক্রিকেট মাঠ। ওয়াংখেড়ের (S.K.Wankhede) নামেই নামাঙ্কিত হয় তা। ১৯৭৫-এ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে উদ্বোধন হয় নয়া মাঠের। কিছুদিনের মধ্যে ব্র্যাবোর্নকে পিছনে ফেলে ওয়াংখেড়েই হয়ে ওঠে মুম্বইতে আন্তর্জাতিক ক্রিকেটের নতুন ঠিকানা।
Read More: গম্ভীরের ফেভারিট হওয়ায় সুযোগ পাচ্ছেন ‘হর্ষিত রানা’, কপাল পুড়ছে মহম্মদ সিরাজের !!
১৯৭৫ থেকে ২০২৫- দেখতে দেখতে পঞ্চাশ বছরে পা দিলো এই আইকনিক স্টেডিয়াম। গত পাঁচ দশকে বহু দুর্দান্ত মুহূর্ত ক্রিকেট জনতাকে উপহার দিয়েছে ওয়াংখেড়ে (Wankhede Stadium)। ২০১১ সালে এই মাঠেই দ্বিতীয় বিশ্বকাপ (ICC World Cup) জেতে টিম ইন্ডিয়া। নুয়ান কুলশেখরাকে ছক্কা হাঁকিয়ে মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) শূন্যে ব্যাট ঘোরানো স্মৃতিপটে আঁকা রয়েছে বহু ক্রিকেটপ্রেমীর। ওয়াংখেড়েতে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ত্রিশতরানের নজির গড়েছেন করুণ নায়ার। লাল বলের ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ রানের ইনিংসটিও রয়েছে এই মাঠেই। সর্বোপরি সুনীল গাওস্কর, শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে রোহিত শর্মা বা যশস্বী জয়সওয়াল-ভারতীয় ক্রিকেটের একঝাঁক সুপারস্টারকে লালনপালন করেছে ওয়াংখেড়ে (Wankhede) স্টেডিয়ামের সবুজ ঘাস। স্টেডিয়ামের ‘গোল্ডেন জুবিলী’ উদ্যাপনে তাই জাঁকজমকে কোনো কমতি রাখে নি এমসিএ।
গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ওয়াংখেড়ে (Wankhede)স্টেডিয়ামের পঞ্চাশ বছর পূর্তি উদ্যাপন করলো মুম্বই ক্রিকেট সংস্থা (MCA)। উপস্থিত ছিলেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar), শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), রোহিত শর্মা’রা (Rohit Sharma)। ছিলেন মহিলা ক্রিকেটের কিংবদন্তি ডায়ানা এডুলজিও (Daiana Edulji)। দুর্দান্ত এক দৃশ্যকল্প তৈরি হলো অনুষ্ঠানমঞ্চে। জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র ‘ওম শান্তি ওম’-এর দিওয়ানগি দিওয়ানগি গানটি বাজছিলো স্পিকারে। সঞ্চালকের আবদারে গানের সাথে কোমর দোলাতে দেখা যায় সুনীল গাওস্করকে (Sunil Gavaskar)। ৭৫ পেরিয়েও তিনি যে চিরতরুণ তা যেন গতকাল আরও একবার প্রমাণ করে দিলেন ভারতীয় ক্রিকেটের ‘লিটল মাস্টার।’ সেই গানের সাথে গলা মিলিয়ে শচীন তেন্ডূলকর’ও (Sachin Tendulkar) গেয়ে ওঠেন, “ওম শান্তি ওম।” শচীন-গাওস্করের এই যুগলবন্দীর ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দেখে নিন সেই ভিডিও-
वानखेडेवर क्रिकेटची 𝘿𝙚𝙚𝙬𝙖𝙣𝙜𝙞 𝘿𝙚𝙚𝙬𝙖𝙣𝙜𝙞 😍
P.S. – Don’t miss Sunny G’s apratim dance performance! 👌#Wankhede50 | #MCA | #Mumbai | #Cricket pic.twitter.com/t5DllZ9uEC
— Mumbai Cricket Association (MCA) (@MumbaiCricAssoc) January 19, 2025