gautam gambhir will not join kkr in ipl 2024

এবছর আইপিএল ২০২৩ (IPL 2023) অন্যতম স্মরণীয় একটি বছর। কিছুদিন আগেই এই টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটলো। যেখানে আবার একবার বাজি মারলো ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। অধিনায়ক ধোনির ক্যাপ্টেন্সিতে পঞ্চমবারের জন্য আইপিএল খেতাব নিজেদের নামে করলো টিম সুপার কিংস। অন্যদিকে, এবছর দুর্দান্ত সূচনা দিলেও আশানুরূপ পারফরম্যান্স দেখাতে ব্যার্থ হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)।  যদিও নানা সমস্যার কারণে, KKR দলের হাল হয়েছিল বেহাল। যদিও কিছুদিন আগে এমন খবর শোনা গিয়েছিল যে, কলকাতা দলের মেন্টর হতে চলেছিলেন প্রাক্তন নাইট গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

Read More: WI vs IND: ভারতের টেস্ট জয়ের পাশাপশি অনন্য নজির গড়লেন বিরাট কোহলি, হয়ে উঠলেন টেস্টের বেস্ট !!

গম্ভীরের উপর দেওয়া হবে গুরুদায়িত্ব

Gautam Gambhir, kkr
Gautam Gambhir | Image: Getty Images

ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান গৌতম গম্ভীর কে ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স দল বিশাল অংক দিয়ে শামিল করে নেয়। এমনকি লম্বা সময় দলকে নেতৃত্ব দেওয়ার পরে তিনি ক্রিকেটকে অবসর জানান। তবে, ২০২২ সাল থেকে আইপিএলে নবাগত লখনৌ সুপার জায়ান্টস দলের সঙ্গে মেন্টর হিসাবে কাটিয়েছেন ২ বছর। তবে একটি খবর সামনে উঠে এসেছিল যে এবার কলকাতার দায়িত্ব গম্ভরের হাতেই তুলে দেওয়া হবে। এমনকি এটাও শোনা গিয়েছিল যে,
মেন্টর হিসাবে গাম্ভীরকে দেখা যাবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করেছে তার এবং লখনৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার উপর। তবে, সূত্রের খবর অনুযায়ী কলকাতায় ফেরা হচ্ছেনা গম্ভীরের। আগামী বছর ও তাকে লখনৌ দলের সাথে যুক্ত হয়ে থাকতে দেখা যাবে। আসলে, দল মালিক সঞ্জীব গোয়েনকা গম্ভীরের মতন অভিজ্ঞকে দল থেকে বাইরে রাখতে চাননা।

ঘরে ফিরছেন না গম্ভীর

gautam gambhir, kkr
Gautam Gambhir | Image: Getty Images

এবছর কলকাতা নাইট রাইডার্স দল ১২ পয়েন্ট নিয়ে তাদের আইপিএল যাত্রা সমাপ্ত করেছে। শেষ ২০২১ সালে চেন্নাইয়ের বিরুদ্ধে ফাইনাল খেলতে দেখা গিয়েছিল দলকে। গম্ভীর কলকাতা ছাড়ার পর কেবলমাত্র একবারের জন্যই প্লে অফের দৌড়ে লম্বা সময়ের জন্য টিকে ছিল কলকাতা। তবে, অন্যদিকে লখনৌ দলের কথা বলতে গেলে, ২০২২ সালে প্রথম বারের জন্য আবির্ভাব ঘটে দলের, এইবার এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) ও ২০২৩ সালে আইপিএলে (IPL 2023) মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কাছেই এলিমিনেটর হেরেছিল দলটি। পাশাপশি, মেন্টর হিসাবে গম্ভীরের ভূমিকা ছিল অপরিসীম। তবে কলকাতা দলে না ফেরার সিদ্ধান্ত এবার কলকাতা নাইট রাইডার্স ভক্তদের বেশ দুঃস্বপ্নের মতন।

Read Also: এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব থেকে বাদ হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং সহ এই খেলোয়াড়রা প্রথমবার পেলেন ডাক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *