ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর বেশ প্রশংসা কুড়িয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভক্তরা ভেবেছিলেন গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর ভারতীয় দলের সুদিন ফিরে আসবে। তবে সবটাই কেমন ওলটপালট হয়ে গেল। ভারতীয় দলের তারকা ক্রিকেটার গম্ভীর দলের প্রধান কোচ হওয়ার পর সাদা পোষাকে ভারতের ভয়াবহ খারাপ রেকর্ড লক্ষ করা গিয়েছে। তিনটি সিরিজ খেলার পর একমাত্র বাংলাদেশ সিরিজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া, এরপর অজি সিরিজে প্রথম ম্যাচ জয়লাভ করার পর ভারতীয় দল পরবর্তী তিন ম্যাচে দুটি ম্যাচ পরাজিত হয়েছে।
প্রথম পছন্দের কোচ ছিলেন না গম্ভীর
শুধু তাই নয়, ভারত সুযোগ হারাতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) খেলারও। লর্ডসের টিকিট পেতে গেলে ভাগ্যের উপর ভরসা রাখতে হবে টিম ইন্ডিয়াকে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে অন্য একটি তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর নাকি বিসিসিআইয়ের প্রথম পছন্দের কোচ ছিলেন না। মন্তব্য করে তিনি বলেন, “গৌতম গম্ভীর বিসিসিআইর প্রথম পছন্দ ছিলেন না। ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পছন্দের শীর্ষে ছিলেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। তবে লক্ষণ সহ আরও কয়েকজন নামকরা বিদেশি কোচ ছিলেন যারা তিন ফরম্যাটের দায়িত্ব নিতে রাজি হননি। আর তাই বিসিসিআই গম্ভীরের সাথে সমঝোতা করে তাকেই প্রধান কোচের দায়িত্ব প্রদান করে।”
Read More: নতুন বছরের শুরুতেই বদলে গেলো ‘অধিনায়ক’, পদ ছাড়ার সাফ ঘোষণা ক্যাপ্টেনের !!
গম্ভীর জামানায় ভারতের সফলতা স্বল্প
গম্ভীর যুগে ভারতের টি-টোয়েন্টিতে পরিসংখ্যান বেশ ভালো। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি এবং বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টেস্টে জয় পেয়েছে ভারত। যে কারণে গম্ভীরের অধীনে ভারতীয় দল ৬টি ম্যাচেই জয় পেয়েছে। এরপর এবছর ওয়ানডেতে একটা ম্যাচও জেতেনি ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একটি ম্যাচ টাই রূপে সমাপ্ত হয়েছিল। টেস্ট ফরম্যাটের কথা বলতে গেলে, ৯ টেস্টে ভারত জিতেছে মাত্র ৩টি টেস্ট। গম্ভীরের নেতৃত্বে এরূপ পারফরমেন্সের পর বোর্ডের ওই কর্তা আরও বলে দিয়েছেন, “অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটা টেস্ট ম্যাচ আছে। এরপর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। দলের পারফরম্যান্স যদি ভালো না হয় তাহলে গৌতম গম্ভীরকে চাকরি হারাতে হতে পারে।