গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতের প্রধান কোচ হিসেবে আসার পর থেকে দলের ছবিটাই বদলে গেছে। তিনি ৩ ফরম্যাটেই একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করে রীতিমতো চমক দিয়েছেন। চলতি অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে শুভমান গিলকে (Shubman Gill) একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে বাছাই করেন নির্বাচকরা। কিন্তু এই সিদ্ধান্তের পিছনেও গম্ভীরের হাত রয়েছে বলে জল্পনা সামনে আসে। তবে গিল প্রথম ম্যাচে ওডিআই ক্রিকেটের দায়িত্ব পেয়ে রীতিমতো হতাশ করেছেন। এবার তার ওপর থেকে ভরসা হারাচ্ছেন প্রধান কোচ।
গিলের ওপর ভরসা হারাচ্ছেন গম্ভীর-

এই বছর রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর গৌতম গম্ভীর শুভমান গিলকে লাল বলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল। কার্যত বিরাট কোহলি এবং হিটম্যানের দাপট কিছুটা কমিয়ে দেওয়ার জন্য একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে গিলেকে প্রথম পছন্দ হিসাবে বেছে নেন প্রধান কোচ। রোহিতকে সরিয়ে দিয়ে একদিনের ক্রিকেটে এই তরুণ তারকাকে বেছে নিয়ে বিতর্কের মুখে পর্যন্ত পড়েছিলেন গম্ভীর।
তবে এই প্রিয় ছাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচেই দলকে রীতিমতো ডুবিয়েছেন। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবেও দলকে জয় এনে দিতে পারেননি। এরপরই অনুশীলনে প্রধান কোচের সঙ্গে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) কথা বলতে দেখা গেল। দীর্ঘক্ষণ গম্ভীরের সঙ্গে আলোচনা করছিলেন এই তারকা ব্যাটসম্যান। ফলে মনে করা হচ্ছে গিলকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়সকে বেছে নেওয়া হতে পারে।
দুরন্ত ফর্মে শ্রেয়স আইয়ার-

গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শ্রেয়স আইয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর এই তারকাকে পাঞ্জাব কিংসের (Punjab Kings) দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল। নিজের নেতৃত্বের দক্ষতার সঙ্গে তিনি এই দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন শ্রেয়স। জাতীয় দলের হয়েও একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংসে নিজের পরিচয় তৈরি করেছেন এই তারকা। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন।
৫ ম্যাচে তুলে নেন ২৪৩ রান। দুরন্ত ফর্মে থাকলেও তিনি জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে এবং টি-টোয়েন্টিতে জায়গা করে নিতে পারছেন না। গৌতম গম্ভীরের কাছাকাছি আসায় জাতীয় দলের হয়ে এবার তার গুরুত্ব বাড়তে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এখনও পর্যন্ত এই তারকা দেশের হয়ে ৭১ টি ওডিআই ম্যাচে ২৮৫৬ রান সংগ্রহ করেছেন।