Gautam Gambhir: আইপিএল শেষ হতেই ভারতীয় দল তাদের পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করে দেবে। আগামী জুন মাসে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে। এই টেস্ট সিরিজটি ভারতীয় দলের কাছে যতটাই না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গৌতম গম্ভীরের আমলে ভারতীয় দল এখনও সেভাবে টেস্ট ফরম্যাটে কামাল দেখাতে পারেনি টিম ইন্ডিয়া, ঘরের মাঠেই ১২ বছর বাদে টেস্ট সিরিজ হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। কিউইদের বিরুদ্ধে ৩-০ ব্যাবধানে পরাজিত হয়েছিল ভারত। এরপর অস্ট্রেলিয়ায় গিয়েও ভারতকে ১-৩ ব্যাবধানে সিরিজ হারতে হয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলে বড় পরিবর্তন করতে চাইছেন কোচ গম্ভীর। অন্যদিকে এবার ভারতীয় দলের সাদা জার্সিতে আর দেখতে পাওয়া যাবে না রোহিত শর্মাকে (Rohit Sharma), তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে নতুন ক্যাপ্টেন ও নতুন খেলোয়াড়দের নিয়েই অভিযান করবে ভারত।
ইংল্যান্ড সিরিজের জন্য বড় সিদ্ধান্ত নিলেন গম্ভীর

তবে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) হওয়ার পর থেকেই ভারতীয় দলের হার্দিক পান্ডিয়ার গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। হার্দিক পান্ডিয়াকে এবার টেস্ট দলে চাইছেন কোচ গম্ভীর। ইংল্যান্ডের আবহাওয়ায় গৌতম গম্ভীর হার্দিকের মতন একজন খেলোয়াড়কে চাইছেন যিনি ব্যাটিং ও বোলিংয়ে সমান ভাবে পারদর্শী। ভারতীয় দলে এন্ট্রি নিতে চলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বিগত কয়েক বছর ধরে হার্দিক পান্ডিয়া ভারতীয় টেস্ট দলের অংশ নন। হার্দিক তাঁর ক্যারিয়ারের শেষ টেস্টটি ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলে ছিলেন। ৪ ম্যাচের ৮ ইনিংসে হার্দিক ২৩.৪৩ গড়ে ১৬৪ রান বানিয়ে ছিলেন সাথে ১০ উইকেট ও তুলে নিয়েছিলেন। হার্দিক পান্ডিয়া চোটের কারণে এখন টেস্ট দলের বাইরে রয়েছেন। বলা যেতে পারে হার্দিক ভারতের জার্সিতে শুধু সাদা বলের ফরমেট খেতেই আগ্রহী।
টেস্ট দলে ফিরেছেন গম্ভীর

তবে কোচ গম্ভীর হার্দিককে আসন্ন টেস্ট সিরিজে ব্যবহার করতে মোরিয়া। সূত্রের খবর, গৌতম গম্ভীর ইতিমধ্যে তাঁর কথা শেষ করে ফেলেছেন হার্দিক পান্ডিয়ার সাথে। সূত্রের খবর সঠিক হলে হার্দিক গম্ভীরের কথায় সাঁই দিয়েছেন। আসন্ন ভারত বনাম ইংল্যান্ড সিরিজে এন্ট্রি নিচ্ছেন পান্ডিয়া। হার্দিক ভারতের জার্সিতে লাল বলের ফরম্যাটে ১১ ম্যাচে ৩১.২৯ গড়ে এবং ৭৩.৮৯ স্ট্রাইক রেটে ৫৩২ রান বানিয়েছেন সাথে চারটি ৫০ এবং ১টি শতরান আছে তার নামে। ৯ ম্যাচে ১৭ উইকেটও নিয়েছেন তিনি।