Gautam Gambhir: সামনের মাসেই ভারতীয় দল তাদের আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা আবার শুরু করতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করার পর ভারতীয় দলকে আর কোন ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা যায়নি। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি সমাপ্ত হওয়ার পরেই শুরু হয়ে ছিল আইপিএল (IPL 2025)। আপাতত ভারত এবং পাকিস্তানের অন্তদ্বন্ধের কারণে বন্ধ রাখা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এক সপ্তাহের জন্য বন্ধ হয়েছে এই লীগ। তবে আবার নির্দিষ্ট সময়ের মধ্যে আইপিএল শুরু করার বার্তা দিয়েছে বিসিসিআই। আইপিএল সমাপ্ত হওয়ার পরেই ভারতীয় দল ইংল্যান্ডে উড়ে যাবে, সেখানে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দল তিন ফরম্যাটে রাজত্ব করছে। যদিও এই প্রথমবারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উত্তীর্ণ হতে পারেনি ভারতীয় দল। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে পরাজিত হয়েছিল ভারত। এরপর অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানেও পরাজিত হতে হয়েছিল ভারতকে। ভারতীয় দল নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে প্রথম সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে।
নতুন অধিনায়ক খুঁজতে ব্যাস্ত টিম ইন্ডিয়া

সদ্য টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের হয়ে দীর্ঘ চার বছর টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। তবে হিটম্যানকে আর সাদা জার্সিতে দেখতে পাওয়া যাবে না। সমাজ মাধ্যমে তিনি তার নিজের অবসরের বার্তা দিয়েছিলেন। তবে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরে কাকে অধিনায়ক হিসেবে এই ফরমেটে দেখতে পাওয়া যাবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। বিসিসিআইয়ের তালিকায় এগিয়ে রয়েছেন শুভমান গিল (Shubman Gill) এবং ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে ভারতীয় দলের প্রধান গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নজরে রয়েছেন অন্য এক তারকা ক্রিকেটার।
প্রাক্তন অধিনায়ককে গুরু দায়িত্ব দিচ্ছেন গম্ভীর

সূত্রের খবর, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ভারতীয় দলে ফিরিয়ে আনতে চাইছেন ভারতের প্রাক্তন অধিনায়ককে। আসলে গৌতম গম্ভীর ভারতীয় দলে এন্ট্রি দিতে চাইছেন অজিঙ্কা রাহানেকে। বিগত দুই বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে বেশ দুর্দান্ত ছন্দে দেখা যাচ্ছে তাকে। এমনকি চলতি আইপিএলেও রাহানে বেশ ভালো ছন্দে রয়েছেন। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার খুব শীঘ্রই জাতীয় দলে যোগ দেবেন। পাশাপাশি কোচ গৌতম গম্ভীর তাকে অধিনায়কত্ব করার বড় সুযোগ দিতে চলেছেন। রাহানের নেতৃত্বে ভারতীয় দল মোট ৬টি টেস্ট খেলেছে। যেখানে ভারত মোট ৪ ম্যাচে জয় পেয়েছিল এবং ২ ম্যাচ ড্র হয়েছিল। রাহানের নেতৃত্বে মুম্বই ২০২৩-২৪ সালের রঞ্জি ট্রফি জয় করার পাশাপাশি, ইরানি ট্রফির চ্যাম্পিয়ন হয়েছিল।