এই বছর আইপিএলে (IPL 2025) অসংখ্য তরুণ ক্রিকেটার ধারাবাহিকভাবে ভালো পারফর্মেন্স করে ভক্তদের মন জয় করে নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই জাতীয় দলে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়েছিলেন। তবে এর মধ্যে প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) এবং প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে ভারতীয় ২০ ওভারের দল প্রায় গুছিয়ে এনেছেন। এই দল এশিয়া কাপে (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হওয়ার পর এবার অস্ট্রেলিয়ার (IND vs ENG T20 Series) মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে। কিন্তু গম্ভীরের বাছাই করা একাদশ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে।
Read More: অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজ থেকে ছিটকে গেল তারকা অলরাউন্ডার, বড় ধাক্কা ভারতীয় দলে !!
বঞ্চিত যশস্বী জয়সওয়াল-

তরুণ প্রতিভাবান ওপেনার হিসেবে জাতীয় টেস্ট দলের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তিনি সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে দুই টেস্ট ম্যাচে ২১৯ রান সংগ্রহ করেছিলেন। এর আগে ইংল্যান্ডের (India vs England Test Series) মাটিতে ৫ টি টেস্ট ম্যাচে তুলে নিয়েছেন ৪১১ রান। শুধুমাত্র লাল বলের ক্রিকেটে নয় টি-টোয়েন্টিতেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন এই তরুণ ব্যাটসম্যান। এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে ১৪ ম্যাচে ৫৫৯ রান তুলে নিয়ে লড়াই চালিয়েছিলেন।
জাতীয় দলের হয়েও টি-টোয়েন্টিতে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন যশস্বী। এই ফরম্যাটে তার ২৩ ম্যাচে ১৬৪.৩ স্ট্রাইক রেটে ৭২৩ রান এসেছে। কিন্তু তাও দেশের হয়ে ২০ ওভারের একাদশে জায়গা পাচ্ছেন না এই তরুণ তারকা। কিন্তু শুভমান গিলকে (Shubman Gill) আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরিয়ে আনা হয়েছে। তিনি এশিয়া কাপে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। ৭ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ১২৭ রান।
সুযোগ পাচ্ছেন না আর্শদীপ সিং-

এই মুহূর্তে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। এই তারকা পেসার এখনও পর্যন্ত ৬৭ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ১০৫ টি উইকেট সংগ্রহ করেছেন। এই বছর আইপিএলে ১৭ ম্যাচে ২১ টি উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকায় ওপরদিকে ছিলেন। তারপরেও আর্শদীপ ভারতীয় টি-টোয়েন্টি একাদশে জায়গা পাচ্ছেন না।
আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হর্ষিত রানাকেই (Harshit Rana) গৌতম গম্ভীর অগ্রাধিকার দেন। উল্লেখ্য রানা এখনও পর্যন্ত ২০ ওভারের ক্রিকেটে দেশের হয়ে ৪ টি ম্যাচে মোট ৫ টি উইকেট সংগ্রহ করেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের প্রধান কোচের সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে। “মাথাই কাজ করছে না গম্ভীরের সিদ্ধান্ত দেখে”, বলে উল্লেখ করছেন ক্রিকেট ভক্তরা।