অস্ট্রেলিয়ার (India vc Australia T20 Series) বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও লজ্জাজনক হার দিয়ে যাত্রা শুরু করল ভারতীয় দল। এশিয়া কাপে (Asia Cup 2025) দুরন্ত ট্রফি জয় করেও সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) মেলবোর্নের মাটিতে প্রভাব ফেলতে ব্যর্থ হল। আজও অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh) টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ভারতীয় দল প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে। ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ছাড়া আর কেউ প্রভাব ফেলতে পারেননি। রিজার্ভ বেঞ্চে তারকা ক্রিকেটারদের বসিয়ে রেখে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভুল একাদশ সাজিয়ে দলকে এই পরাজয়ের মুখে ঠেলে দিয়েছেন বলে মনে করছেন নেটিজেনরা।
Read More: “সূর্য উঠবে তবুও নাইট…” KKR-এ যাচ্ছেন না রোহিত শর্মা, রহস্যময় পোস্টে নিশ্চিত করলো মুম্বাই পল্টন !!
ভারতের লজ্জাজনক হার-

আজ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজেলউড (Josh Hazlewood) বল হাতে রীতিমতো বিধ্বংসী হয়ে উঠেছিলেন। তিনি প্রথমেই ওপেনার শুভমান গিলকে (Shubman Gill) মাত্র ৫ রানে আউট করে চাপের মুখে ফেলে দেন। এরপর অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে সঞ্জু স্যামসন (Sanju Samson) থেকে শুরু করে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), তিলক বর্মা (Tilak Varma), শিবম দুবে (Shivam Dube) দাঁড়াতে পারেননি। ব্লু ব্রিগেডরা ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। এইরকম পরিস্থিতিতে অভিষেক শর্মা একাই ৩৭ বলে প্রশংসনীয় ৬৮ রানের ইনিংস খেলেন।
তার সঙ্গে হর্ষিত রানার (Harshit Rana) ৩৩ বলে ৩৫ রানের যোগদান ভরসা দেয়। এর ফলে প্রথম ইনিংসে ১২৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় ব্লু ব্রিগেডরা। এই রান তাড়া করতে নেমে মিচেল মার্শ এবং ট্রাভিস হেড (Travis Head) দুরন্ত ব্যাটিং শুরু করেন। ২৭ বলে ৫১ রানের পার্টনারশিপ গড়েন তারা। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ২ টি করে উইকেট সংগ্রহ করে চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত ৪ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় অজিরা। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন জশ হ্যাজেলউড। ১৭ বছর পর মেলবোর্নে অজিদের বিপক্ষে হারলো ব্লু ব্রিগেডরা।
গৌতম গম্ভীর (Gautam Gambhir) এশিয়া কাপ থেকে ভারতীয় টি-টোয়েন্টি দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছেন। শুভমান গিল (Shubman Gill) ভারতীয় ব্যাটিং অর্ডারে জায়গা পাওয়ার পর রিঙ্কু সিং (Rinku Singh)’এর মতো তারকা ব্যাটসম্যান সুযোগ পাচ্ছেন না। এছাড়াও আদর্শদীপ সিং (Arshdeep Singh)’এর মতো অভিজ্ঞ পেসারকে বসিয়ে রেখে হর্ষিত রানাকে খেলাচ্ছেন তিনি। এর ফলে ভারতীয় দলের প্রধান কোচের ভূমিকা রীতিমতো সমালোচনার মুখে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “৩ নম্বরে ব্যাট করা অভিজ্ঞ তিলক বর্মাকে (Tilak Varma) ৫ নম্বরে ব্যাট করতে পাঠানো হচ্ছে। আর্শদীপ সিং প্লেয়িং ইলেভেনে নেই। যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) স্কোয়াডে রাখা হয়নি। শিবম দুবের (Shivam Dube) আগে হর্ষিত রানা ব্যাটিং করছেন। শুধুমাত্র গৌতম গম্ভীরের এই পক্ষপাতী আচরণের জন্য আজ ভারতীয় ক্রিকেট ধ্বংস হচ্ছে।” “রিঙ্কু সিং’এর মতো তারকা ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়নি। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে দলের বাইরে রাখা হয়েছে। গম্ভীর শুধু নিজের পছন্দকেই এগিয়ে রাখেন। তার ফলাফল দেখছে সবাই।”, বলে কটাক্ষ করছে ক্রিকেট ভক্তরা। একজন তীব্র আক্রমণ করে লিখেছেন, “ওয়ার্ল্ড ক্লাসদের দিয়ে জল বইয়ে হিজড়াদের দল খেলাচ্ছেন কোচ।”