আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচেও লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে। এর ফলে ২-০ ব্যবধানে টেম্বা বাভুমারা (Temba Bavuma) জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস তৈরি করল। ম্যাচের প্রথম থেকেই প্রোটিয়ারা ব্যাটিং এবং বোলিং পারফর্মেন্সের দিক থেকে ব্লু ব্রিগেডদের পিছনে ফেলেছিল। প্রথম ইনিংসে সেনুরান মুতুসামির (Senuran Muthusamy) দুরন্ত শতরানে ভর করে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রানে পৌঁছায়। এই রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং অর্ডার একেবারেই প্রভাব ফেলতে পারেনি। ফলে সমালোচনার মুখে পড়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
Read More: স্মৃতির বিয়ে ভাঙার পিছনে তারই ‘প্রিয় বান্ধবী’, বিয়ের আগের রাতে ঘনিষ্ঠ হলেন পলাশ !!
ভারতের লজ্জাজনক হার-

প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ৯৭ বলে ৫৮ রানে এবং ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) ৯২ বলে ৪৮ রানে ভর করে ভারত ২০১ রানে পৌঁছায়। এই ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জ্যানসেন (Marco Jansen) একাই ৬ উইকেট সংগ্রহ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে অনেকটাই এগিয়ে থেকে প্রোটিয়ারা ব্যাটিং করতে মাঠে নামেন। ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) একাই ৯৪ রানের ইনিংস খেলেন। টনি ডি জর্জির (Tony de Zorzi) ব্যাট থেকে আসে দুরন্ত অর্ধশতরান।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে দেয় টেম্বা বাভুমারা। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এই ইনিংসে ৪ টি উইকেট সংগ্রহ করলেও কুলদীপ যাদবের (Kuldeep Yadav) মতো তারকা স্পিনার একটিও উইকেট সংগ্রহ করে দলকে সাহায্য করতে পারেননি। একই পিচে যখন এইডেন মার্করামরা বড়ো ইনিংস গড়ে দলকে আত্মবিশ্বাস দিচ্ছেন সেই পিচে ভারতীয় ব্যাটিং দ্বিতীয় ইনিংসে বিশাল রান তাড়া করতে নেমে আবারও ব্যর্থ হয়।
টপ অর্ডারে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ঋষভ পান্থ (Rishabh Pant) কারও রান ১৫ পর্যন্ত পৌঁছায়নি। একমাত্র জাদেজা ৮৭ বলে ৫৪ রান সংগ্রহ করেন। সিমোন হারমার (Simon Harmer) একাই ৬ উইকেট সংগ্রহ করে দলকে চাপের মুখে ফেলে দেন। ১৪০ রানে শেষ হয় পান্থদের দ্বিতীয় ইনিংস। ফলে ৪০৮ রানে বিশাল জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। ২৫ বছর পর তারা ভারতের মাঠে ভারতকে টেস্ট সিরিজে পরাজিত করল।
এর ফলে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভূমিকা রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। এক ক্রিকেট ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এমনকি পাকিস্তান ঘরের মাঠে এই দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে ১-১ ব্যবধানের টেস্ট সিরিজ ড্র করতে পেরেছিল। আর ভারত তাদের কাছে বড়ো ব্যবধানে হারল।” “আমাদের টেস্ট দলকে ১০ কিলোমিটার মাটির নিচে পুঁতে দেওয়ার জন্য গৌতম গম্ভীরকে ধন্যবাদ জানাই। যে দলটি ঘরের মাঠে অপরাজেও ছিল তারাই দুবার বিপক্ষের কাছে ক্লিনসুইপ হয়েছে।”, বলেও সমর্থকরা কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন। “অবিলম্বে পদত্যাগ করে ভারতীয় দলকে মুক্তি দিন”, বলে দাবি জানাচ্ছেন ক্রিকেট ভক্তরা।
দেখুন সেই ট্যুইট চিত্র-