মাথায় 'গম্ভীর' চোট পেলেন হেড কোচ গৌতম, বিরাট-রোহিতের ভয়ে করছেন পদত্যাগ !! 1

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে (IND vs SA) ওডিআই ম্যাচটি শেষ হয়েছে। ভারতীয় দল প্রথম ম্যাচে অনবদ্য একটি জয় ছিনিয়ে নিয়েছে। টেস্ট সিরিজে পরাস্ত হওয়ার পর ওডিআই সিরিজে জয়ের মুখ দেখলো টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ভারতীয় দলের অসাধারণ অলরাউন্ড প্রদর্শন ভারতকে এই জয় এনে দিলো। দলের নিয়মিত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ও ভাইস ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) অনুপস্থিতিতে ভারতীয় দল এই জয় ছিনিয়ে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত প্রথম ম্যাচ জেতার পর হঠাৎ করেই মাথায় চোট পেলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

মাথায় চোট পেলেন প্রধান কোচ গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর
Rohit Sharma and Gautam Gambhir | Image: Getty Images

প্রসঙ্গত, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর শারীরিক ভাবে অসুস্থ না হলেও মানসিক দিক থেকে যেন ভেঙে পড়েছেন। ঘরের মাঠে ভারতের শক্তিকে তছনছ করে দিচ্ছে বিদেশি দল। নিউজিল্যান্ড সিরিজ থেকে শুরু হয়েছে এই পরাজয়। কিউইদের কাছে ৩-০ ব্যাবধানে হোয়াইটওয়াশ হয়েছিল ভারতীয় দল। তখন ভারতের হেড কোচ গম্ভীরই ছিলেন। এরপর প্রোটিয়া ব্রিগেডের কাছে ০-২ ব্যাবধানে টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ হলো টিম ইন্ডিয়া। যার পর, গম্ভীর ভারতের তিন তারকা – রোহিত শর্মা,  বিরাট কোহলি ও কুলদীপ যাদবকে টেস্ট দল থেকে বাইরে রাখার ভুল বুঝতে পারছেন। আসলে, রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীর যখন ভারতের প্রধান কোচ হন তখন রোহিত ও কোহলির সংস গম্ভীরের সম্পর্ক জোরদার হলেও বর্তমান সময়ে রো-কো জুটির সাথে গম্ভীরের সম্পর্কের ফাটল ধরেছে বলে জানা গিয়েছে। এমনকি, ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে আগামী দুই ওডিআইয়ের মাঝে আলোচনা শুরু করে দেবে।

Read More: বিরাটের শতরানে বদলে গেল সুন্দরী মহিলার জীবন, রাতারাতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

সূত্রের দাবি, গম্ভীর নাকি রোহিত ও বিরাটকে ভারতীয় দলে আর দেখতে চাননা। তরুণ দল নিয়েই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চান কোহলি। তবে, কোহলি ও রোহিত তাদের পারফরম্যান্স দিয়ে গম্ভীরের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজের আগে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও রান পেয়েছেন রোহিত ও কোহলি। অজি ভূমিতে সিরিজ সেরা হন রোহিত শর্মা। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে অনবদ্য ব্যাটিং করলেন রোহিত ও কোহলি দুজনেই। রোহিতের ৫৭ ও কোহলির ১৩৫’ – ভারতীয় দলের জয় আরও সহজ করে দেয়। দুই কিংবদন্তি যেভাবে ব্যাটিং করছেন তা দেখে হয়তো মাথায় চোট পেলেন গম্ভীর। রোহিত-কোহলি ছাড়াও, ভারতীয় দলের তারকা খেলোয়াড় কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) সেভাবে সুযোগ দেন না প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচের সিরিজে মাত্র একটি টেস্টে সুযোগ পেয়েছিলেন তিনি। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। এমনকি, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে স্কোয়াডে থাকলেও একাদশে খেলার সুযোগ পাননি কুলদীপ। কুলদীপ পরে এশিয়া কাপের মঞ্চে আবার প্রত্যানর্তন করেন এবং টুর্নামেন্টের সবথেকে বোলার হিসাবে অভিযান সমাপ্ত করেন।

কুলদীপও হয়ে উঠেছেন গম্ভীরের মাথা ব্যথার কারণ

Kuldeep , gambhir
Kuldeep Yadav | Image: Getty Images

এখানেই শেষ নয়, পরে তাকে উইন্ডিজদের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ দেওয়া হয় সেখানে তিনি দুই ম্যাচে ১২ উইকেট পেয়েছেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজেও  ৮টি উইকেট পেয়েছেন তিনি। কুলদীপ যাদব ভারতের জার্সিতে সেভাবে টেস্ট ক্রিকেট খেলতে পারেননি। ২০১৭ সালে অভিষেক হয়েছিল কুলদীপের, তবে ৮ বছরে মাত্র ১৭টাই ম্যাচ খেলতে পেরেছেন তিনি। তিনি এই সময়কালে ৭৫টি উইকেটও পেয়েছেন। পাশাপশি প্রথম ওডিআই ম্যাচে ৪ উইকেট নেন কুলদীপ। কুলদীপকে বসিয়ে গম্ভীর যে ভুল করেছিলেন তার মাশুল গুনতে হয়েছে দলকে। এবার কুলদীপের পারফরম্যান্স গম্ভীরের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।

Read Also: TOP 3: বিরাট কোহলির সেঞ্চুরিতে এই ৩ ক্রিকেটারের টিম ইন্ডিয়ায় ফেরার দরজা হলো বন্ধ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *