‘বিশ্বকাপ এখনো দূর...’ কোহলি-রোহিত বিতর্কে অবশেষে মুখ খুললেন গম্ভীর 1

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় করলো ভারত। অস্ট্রেলিয়ার কাছে ওডিআই সিরিজে পরাজিত হওয়ার পর ভারতীয় দল ওডিআই সিরিজে জয় সুনিশ্চিত করলো। বিরাট কোহলি (Virat Kohli) পেয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং রোহিত শর্মা ব্যাট হাতে সমালোচকদের জবাব দিয়েছেন। সেখানে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানিয়ে দেন এখনই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বেশি বিশ্লেষণে যাওয়ার প্রয়োজন নেই। গম্ভীর বলেন, কোহলি ও রোহিত বহুদিন ধরে ভারতীয় ক্রিকেটের প্রধান ভরসা। তাদের অভিজ্ঞতা ড্রেসিংরুমে সবসময়ই মূল্যবান।

বিরাট-রোহিতকে নিয়ে বড় বয়ান গম্ভীরের

গম্ভীর,ভারত bcci, ind vs sa
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

গত কয়েক মাস ধরে কোহলি-রোহিতের সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্কের টানাপোড়েনের গল্প সমাজ মাধ্যমে ভাইরাল। কোহলি-রোহিতের বিষয়ে মুখ খুলে গৌতম গম্ভীর মন্তব্য করে বলেন, “ওরা ক্লাসিক ক্রিকেটার। দীর্ঘদিন ধরে দেশের হয়ে অবদান রেখে যাচ্ছে। আশা করি, ওরা একইভাবে প্রদর্শন করতে থাকলে আমাদের লাভ। কারণ ৫০ ওভারের ক্রিকেটে ওদের অভিজ্ঞতা খুবই জরুরি।” গম্ভীর এটাও জানিয়েছেন শুভমান গিল (Shubman Gill) ও শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) বদলে ঋতুরাজ গাইকোয়ার্ড ও যশস্বী জয়সওয়াল এই সিরিজে সুযোগ পেয়েছিলেন। তবে, গম্ভীর এটা স্পষ্ট জানিয়েছেন যে, শ্রেয়াস আইয়ার দলে ফেরার পরও যশস্বী জয়সওয়াল এবং ঋতুরাজ গায়কওয়াড নিয়মিত সুযোগ পাবেন। কারণ এই সিরিজে রান পেয়েছেন জয়সওয়াল ও ঋতুরাজ দুজনেই।

Read More: ‘মোটা হয়ে যাব..’ ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য রোহিত শর্মার আত্মত্যাগ মুগ্ধ করল ভক্তদের !!

রোহিত-বিরাটের বিশ্বকাপ খেলা নিয়ে রয়েছে ধোঁয়াশা

Ind vs aus
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

২০২৭ বিশ্বকাপে অভিজ্ঞ দুই তারকার অবস্থান নিয়ে প্রশ্ন উঠতেই গম্ভীর বলেন, “বিশ্বকাপ এখনো অনেক বাঁকি, প্রায় দুই বছরের সময়। আমাদের বর্তমানে থাকা বেশি গুরুত্বপূর্ণ। নতুন ছেলেরা যখন সুযোগ পাচ্ছে, তাদের সেটি কাজে লাগাতে হবে।” প্রসঙ্গত, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ঘিরে অনেক প্রশ্ন ছিল। অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ছন্দ দেখানোর পর দক্ষিণ আফ্রিকা সিরিজেও রান পেয়েছেন কোহলি ও রোহিত দুজনেই। অস্ট্রেলিয়ায় রোহিত ছিলেন সিরিজ সেরা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি জোড়া শতরান ও একটি অর্ধশতরানে সিরিজের সেরা হয়েছেন।

Read Also: ‘লিমিট ক্রস করো না..’, সিরিজ জয়ের পর প্রাক্তন IPL মালিককে নিশানা সাধলেন গৌতম গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *