Gautam Gambhir: চলতি আইপিএলে (IPL 2025) সমাপ্ত হয়েছে ৬৫টি ম্যাচ। পয়েন্ট তালিকার বিচারে শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্সস (GT)। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে তারা, পাশাপশি গতকাল সানরাইজার্সের কাছে হেরে তৃতীয় স্থানে নেমে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতকাল ম্যাচ হেরে ব্যাঙ্গালুরুর কাছে প্রথম বা দ্বিতীয় স্থানে পৌঁছানো অনেইটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এবারের আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নোট রাইডার্স এবারের আইপিএলে সেভাবে জয়ের ছন্দ খুঁজে পায়নি। কলকাতা নাইট রাইডার্স দল এবারের আইপিএলে ১৩ ম্যাচে জয় পেয়েছে মাত্র ৫ ম্যাচে, তাছাড়া তাদের দুটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়াতে ১২ পয়েন্ট তারা সংগ্রহ করেছে। আর তাদের শেষ দুই ম্যাচ চেন্নাই সুপার কিংসের কাছে পরাস্ত হয়ে এবং শেষ ম্যাচটি আরসিবির সঙ্গে কোনো ফলাফল না আসায় টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে।
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে KKR

নাইট রাইডার্স দলের এই প্রদর্শনের পর কোচ ও ক্যাপ্টেন দুজনকেই দায়ী করা হচ্ছে। চন্দ্রকান্ত পন্ডিত নাইট রাইডার্স দলের সঙ্গে তিন বছর ধরে যুক্ত রয়েছেন। ২০২৩ ও ২০২৫ সালে নাইট রাইডার্স প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। এর আগে ২০২৪ সালে এই নাইট রাইডার্স দল চ্যাম্পিয়ন শিরোপা জয় করেছিল। যদিও, সে সময়ে দলের মেন্টর হয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গৌতম ৭ বছর পর নাইট রাইডার্স দলে ফিরে আসেন। কলকাতা নাইট রাইডার্স গম্ভীরের জন্য একটা লক্ষী জায়গা। এই ফ্রাঞ্চাইজির ক্যাপ্টেন হিসাবে গৌতম দুটি শিরোপা এবং মেন্টর হিসাবে একটি শিরোপা করেন। বর্তমানে ভারতীয় দলের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর। তিনি ভারতীয় দলের কোচিংয়ের মেয়াদ শেষ হলে আবার যোগ দিতে পারেন নাইট শিবিরে।
Read More: বাদ ভেঙ্কটেশ আইয়ার, ২০২৬ আইপিএলের আগেই এই প্রাক্তন তারকাকে ফিরিয়ে আনছে KKR !!
গম্ভীরের মেন্টরশিপে শিরোপা এসেছিল KKR’এর

এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) জিজ্ঞাসা করা হয় তিনি কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর হিসাবে আইপিএল শিরোপা জয়ের পরেই কি ভারতের প্রধান কোচ হয়েছিলেন ? সেই প্রসঙ্গে জবাব দিয়ে গম্ভীর মন্তব্য করে বলেছেন, “আমার এমন কোনও ইচ্ছা ছিল না। ৭ বছর পর কেকেআরে ফিরে এসে আমরা ভালো করার কথা ভেবেছিলাম। কখনও ভাবিনি যে যদি আমরা আইপিএল জিতি তাহলে আমি ভারতের প্রধান কোচ হবো।” ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপের পর গম্ভীরের কোচিং যাত্রা সমাপ্ত হবে। আর তারপর তিনি চাইলেই নাইট শিবিরে যোগ দিতে পারেন।