"বোর্ড সিদ্ধান্ত নিলে আমি সরে..." সমালোচনার ঝড়ের মাঝে স্পষ্ট বার্তা কোচ গম্ভীরের !! 1

দক্ষিণ আফ্রিকার কাছে ইডেনে হার দিয়ে সিরিজ শুরু। এরপর গুয়াহাটিতে আরও বড় বিপর্যয়! ৪০৮ রানের ব্যবধানে লজ্জাজনক পরাজয়। ঘরের মাঠে এক বছরে দুইবার টেস্ট সিরিজ হারলো টিম ইন্ডিয়া। আর দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে ২৫ বছর পর টেস্ট সিরিজ হারল ভারত, আর সেই ঘটনার পর থেকেই তীব্র সমালোচনার মুখে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গুয়াহাটি টেস্টের পর সংবাদ সম্মেলনে বড় মন্তব্য করলেন গম্ভীর।

সমাজ মাধ্যমে গম্ভীরকে ছাঁটাই করার যে সুর উঠেছে, সেই সুর দমিয়ে গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন বোর্ড চাইলে তাঁকে অপসারণ করতে পারে। তিনি বলেন, “এবিষয়ে আমার বলার কি আছে ? বোর্ড চাইলে আমাকে সরিয়ে দিতে পারে। আমি আগে থেকেই বলে আসছি, ভারতীয় ক্রিকেট সবার আগে, সেখানে গৌতম গম্ভীর কিছুই নয়।” ইংল্যান্ডে তরুণ দল নিয়ে সিরিজ ড্র এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপে শিরোপা জয় নিয়েও মুখ খোলেন গম্ভীর। তিনি বলেন, “ইংল্যান্ডে তরুণ দল নিয়ে টেস্ট সিরিজ ড্র করেছি। চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে আমার কোচিংয়ে। এই দল এখনও শেখার পথে আছে।

Read More: ‘শালা*#%@ এক নং’এর চিটার..’ স্মৃতি মান্ধানার সঙ্গে প্রতারণা করায় পলাশকে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ !!

সমালোচনার কেন্দ্রবিন্দুতে কোচ গম্ভীর

গৌতম গম্ভীর
Gautam Gambhir | Image: Twitter

ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে ১৮ টেস্টে ১০টি হেরেছে ভারত। ঘরের মাঠে গত বছর নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। তারপর অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যাবধানে সিরিজ হারে ভারত আর এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও একই ফল। তাই স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। কিন্তু গম্ভীর দায়িত্ব এড়িয়ে যাননি। তিনি বলেন, “সিরিজ হারের দায় সব বিভাগেরই। ব্যাটিং-বোলিং কেউই আলাদা করে ব্যর্থ হয়নি। হারের দায় আমি একা নই, তবে এটা দলের রূপান্তরের সময়। সময় লাগবেই।

প্রসঙ্গত, আইপিএলের মাঝে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ভারতীয় টেস্ট দলকে বড় ধাক্কা দেয়। সেই প্রসঙ্গ টানলেন গম্ভীরও। একইসঙ্গে তিনি বলেন, “একসঙ্গে এত অভিজ্ঞ ক্রিকেটারকে হারালে মানিয়ে নেওয়া সহজ নয়। ব্যাটিং-বোলিং দুই বিভাগই নতুনভাবে তৈরি হচ্ছে। আগে কখনও একসাথে এত পরিবর্তন ঘটেনি।” তরুণদের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে গম্ভীর অশ্বিনের প্রসঙ্গ টেনে বলেন, “ওয়াসিংটন সুন্দর ১০০ – টেস্ট খেলার অভিজ্ঞ অশ্বিনের মতো পারফর্ম করবে এটা ভাবা ঠিক নয়। ওয়াশিংটন, জুড়েল, সুদর্শনরা – সবাই শেখার পর্যায়ে আছে। তারা সবে মাত্র কয়েকটি ম্যাচই খেলেছেন।” পাশাপশি মন্তব্য করে গম্ভীর আরও বলেছেন, “টেস্টে সাফল্য পেতে চাইলে স্কিল থাকাটা যথেষ্ট নয়, চাই দৃঢ় মানসিক শক্তির।অভিজ্ঞতা বাড়লে এই ছেলেরা কঠিন পরিবেশেও প্রদর্শন দেখাতে পারবে।

Read Also: ‘কচু গাছে ফাঁসি দাও..’, ঘরের মাঠে দঃ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারার পর গম্ভীরকে তুলোধোনা নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *