হর্ষিত রানার বিষয়ে পাশে দাঁড়িয়ে গম্ভীরের বার্তা, উঠে এলো সরফরাজকে নিয়ে দ্বিচারিতার ছবি !! 1

ভারতীয় ক্রিকেট অসংখ্য উত্থান-পতনের মধ্যে দিয়ে উঠে এসেছে। বিসিসিআই (BCCI) কর্মকর্তাদের থেকে কোচিং সদস্যরা পর্যন্ত সবসময় দলকে নতুন দিশা দেখানোর চেষ্টা করেন। বর্তমানে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন অজিত আগরকর (Ajit Agarkar) এবং প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দুজনেই তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু তাদের একাধিক সিদ্ধান্ত বর্তমানে বিতর্কের মধ্যে রয়েছে। গম্ভীর হর্ষিত রানার (Harshit Rana) মতো তরুণ ক্রিকেটারের পাশে থাকলেও সরফরাজ খানের (Sarfaraz Khan) মতো প্রতিভাবান ব্যাটসম্যানকে বঞ্চিত করছেন বলে অভিযোগ সামনে এসেছে।

Read More: বিরাট-রোহিত নন, এই তারকাকে সেরা টেস্ট অধিনায়ক হিসেবে বাছলেন গৌতম গম্ভীর !!

সরফরাজের বিরুদ্ধে গম্ভীরের অভিযোগ-

sarfaraz-scores-century-vs-haryana
Sarfaraz Khan | Image: Getty Images

গত বছর রাজকোটে ইংল্যান্ডের (India vs England Test Series) বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। এই প্রতিভাবান ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে একাধিক রেকর্ড গড়ে নিজেকে তৈরি করেছিলেন। দেশের হয়ে মাঠে নেমে নিজের ব্যাটিং দক্ষতার মাধ্যমে ভক্তদের মন জয় করে নেন। কিন্তু শেষ বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলে জায়গা পেলেও একাদশে সুযোগ পাননি তিনি।তারপর টেস্ট দলে অসংখ্য তরুণ ক্রিকেটার উঠে এলেও বঞ্চিত করা হয়েছে এই তারকাকে।

দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভূমিকা রয়েছে বলে খবর সামনে এসেছিল। ভারতীয় দলের প্রধান কোচ অভিযোগ তুলেছিলেন যে সরফরাজ ড্রেসিংরুমের গোপন খবর বাইরে প্রকাশ করছেন। শুধুমাত্র এই কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে বলেও জল্পনা তৈরি হয়। উল্লেখ্য এই তরুণ ব্যাটসম্যান এখনও পর্যন্ত দেশের হয়ে ৬ ম্যাচে ৩৭১ রান সংগ্রহ করেছেন‌‌। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৫৫ ম্যাচে ৪৬৮৫ রান রয়েছে।

হর্ষিত রানার পাশে গম্ভীর-

IND vs ENG
Harshit Rana | Image: Getty Images

প্রতিভা থাকলেও সরফরাজ খানের (Sarfaraz Khan) পাশে দাঁড়াননি কোচ গম্ভীর। কিন্তু হর্ষিত রানাকে (Harshit Rana) নিয়ে সমালোচনার মুখে প্রধান কোচের অন্যরকম ভূমিকা দেখা গেল। এই তারকা পেসারের ৩ ফরম্যাটেই সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল পর্যন্ত করা হয়। গম্ভীর এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “এটা লজ্জাজনক বিষয় যে একজন ২৩ বছর বয়সী ছেলেটিকে ব্যক্তিগতভাবে টার্গেট করা হচ্ছে।

হর্ষিতের বাবা প্রাক্তন চেয়ারম্যান নন। একজন ব্যক্তিকে টার্গেট করা এবং সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং করা ঠিক নয়। প্রতিটি ক্রিকেটার যাতে খেলার সুযোগ পায় আমাদের সেই বিষয়ে নিশ্চিত করা উচিত।” গম্ভীরের এইরকম দ্বিচারিতা বর্তমানে আলোচনায় রয়েছে। এছাড়াও একদিনের ক্রিকেটে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে শুভমান গিলকে (Shubman Gill) অধিনায়ক হিসেবে নিয়ে আসার পিছনেও গম্ভীরের ভূমিকা রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য ভারতীয় দল ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নামবে।

Read Also: এক সিরিজেই বদলে যাবে ভারতের অধিনায়ক, শুভমান গিল হারাবেন পদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *