২০২২ সালে আইপিএলের আঙিনায় পা রাখে দুই নতুন দল-গুজরাত টাইটান্স এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। শুরু থেকেই লক্ষ্ণৌ দলের সঙ্গে ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কলকাতা নাইট রাইডার্সকে দুইবার ট্রফি জেতানো অধিনায়ককে দলের গ্লোবাল মেন্টর হিসেবে নিয়োগ করেছিলো লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটারদের সাথে মিশে গিয়ে তাঁদের সার্বিক উন্নয়ন ঘটানোর কাজে বরাবরই নিবেদিত প্রাণ গম্ভীর (Gautam Gambhir)। লক্ষ্ণৌর হয়েও তাঁকে বারবারই দেখা গিয়েছে সেই ভূমিকায়। ভারতীয় হোন বা বিদেশী, সকলেরই কাছে মানুষ হয়ে উঠেছেন তিনি। দুই মরসুমে ট্রফি না জিতলেও সুপারজায়ান্টস শিবিরকে প্লে-অফের গণ্ডী পার করিয়েছেন তিনি।
২০২২ এবং ২০২৩ মরসুমের পর গৌতম গম্ভীর (Gautam Gambhir) লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি ত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছিলো কানাঘুষো। যদিও এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেয় খোদ সুপারজায়ান্টস দলই। আগামী মরসুমের জন্য নিযুক্ত কোচিং স্টাফের তালিকায় ‘মেন্টর’ হিসেবে ছিলো গম্ভীরের নাম। তারপরেও জল্পনা থামে নি। কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খানের সঙ্গে একটি ছবি ট্যুইটারে পোস্ট করেছিলেন গম্ভীর। সেখানে কেকেআর ক্রিকেটার নীতিশ রানা’র কমেন্ট ঘিরেও চলে চর্চা। অবশেষে আজ গোটা বিষয়টির উপর থেকে পর্দা সরালেন স্বয়ং গম্ভীর (Gautam Gambhir)। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়ে দিলেন সত্যিই লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ডাগ আউট ত্যাগ করছেন তিনি।
Read More: World Cup 2023: “অতি আত্মবিশ্বাসই ডুবিয়ে দিলো…” ফাইনালে ভারতের হার নিয়ে মুখ খুললেন শাহীদ আফ্রিদি !!
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ত্যাগ গম্ভীরের-

গম্ভীর (Gautam Gambhir) তাঁর বিবৃতিতে লিখেছেন, “লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের সাথে আমার যাত্রা সমাপ্ত করার ঘোষণা করছি। আমি সকল খেলোয়াড়, কোচ, এবং সেই প্রত্যেক ব্যক্তি যাঁরা এই সফরকে স্মরণীয় করে তুলেছেন, তাঁদের আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আমি ডক্টর সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানাতে চাই ওনার অসাধারণ নেতৃত্বের জন্য, এই দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজি তৈরি করার জন্য। উনি আমার যাবতীয় কাজকর্মে আমার পাশে দাঁড়িয়েছেন। আমি নিশ্চিত এলএসজি ভবিষ্যতে অনেক সাফল্য পাবে এবং সমর্থকদের গর্বিত করবে। এলএসজি’কে শুভেচ্ছা জানাই।”
দেখে নিন গম্ভীরের সোশ্যাল মিডিয়া পোস্ট’টি-
❤️❤️ LSG Brigade! pic.twitter.com/xfG3YBu6l4
— Gautam Gambhir (@GautamGambhir) November 22, 2023
‘সিটি অফ জয়’-তে প্রত্যাবর্তন গম্ভীরের-

আইপিএলের ইতিহাসে প্রথম তিনটে মরসুম বেশ খারাপ গিয়েছিলো কলকাতা নাইট রাইডার্সের। তারকাসমৃদ্ধ দল গড়েও শেষ চারের জায়গা করে নেওয়া সম্ভব হয় নি। দুই বার আটকে থাকতে হয়েছিলো ষষ্ঠ স্থানে। দ্বিতীয় মরসুমে তো জায়গা হয়েছিলো সবার নীচে। ছবিটা বদলায় গৌতম গম্ভীর দলে আসার পরেই। অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় মরসুমেই দলকে ট্রফি দেন তিনি। ফাইনালে দুরন্ত ছন্দে থাকা চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে গম্ভীরের নাইট বাহিনী। দুই বছর পর আবার আসে সাফল্য। ২০১৪-র ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের গতিরোধ করে গম্ভীরের বেগুনি-সোনালী ব্রিগেড।
২০১৪-র পর দীর্ঘ ট্রফিখরায় ভুগছে নাইট রাইডার্স দল। একমাত্র ২০২১-এ ফাইনালে পৌঁছানো ছাড়া কোনো বড় সাফল্য জোটে নি তাদের। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন’দের মত টি-২০’র ম্যাচ উইনাররা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফলাফল আসে নি। ব্যর্থতার শৃঙ্খল ভাঙতে ফের একবার গৌতম গম্ভীরেই আস্থা রাখলো নাইট শিবির। আগামী ১৯ ডিসেম্বর রয়েছে সপ্তদশ আইপিএলের মিনি নিলাম। তার আগেই লক্ষ্ণৌ শিবির থেকে নাইটরা দলে ফেরালো গম্ভীরকে। গতবার এসেছিলেন ক্রিকেটার হিসেবে। এবার ‘সিটি অফ জয়’-এ তিনি ফিরছেন মেন্টর হিসেবে। নাইট রাইডার্সের ঘোষণার পর বাঁধভাঙা উচ্ছ্বাস সমর্থকদের। যেভাবে শূণ্য থেকে শুরু করে কলকাতাকে আইপিএলের ম্যাপে স্থায়ী জায়গা করে দিয়েছিলেন অধিনায়ক গম্ভীর, মেন্টরের ভূমিকাতেও ততটাই সফল হোন তিনি, প্রার্থনা সকলের।
দেখে নিন নাইট রাইডার্সের পোস্ট’টি-
Welcome home, mentor @GautamGambhir! 🤗
Full story: https://t.co/K9wduztfHg#AmiKKR pic.twitter.com/inOX9HFtTT
— KolkataKnightRiders (@KKRiders) November 22, 2023