হেড কোচের পদ থেকে অবসর নিলেন গৌতম গম্ভীর, BCCI'এর কাছে জমা দিলেন ত্যাগপত্র !! 1

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। রবি শাস্ত্রীর (Ravi Shastri) পর প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এই দলের হয়ে একাধিক সাফল্য এনে দিয়েছিলেন। বর্তমানে এই পদে গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এই পদে আসার পরেই দলে একাধিক পরিবর্তন ঘটিয়েছেন। বর্তমানে টেস্ট এবং একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শুভমান গিল (Shubman Gill)।

রোহিত শর্মা (Rohit Sharma) ওডিআই ক্রিকেটে সক্রিয় থাকার পরেও তাকে একদিনের ক্রিকেটের নেতৃত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যেই ভারতীয় টেস্ট দল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Series) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে। এরপরই গম্ভীরের পদত্যাগ করার খবর সামনে এল।

Read More: ‘ভারতকে জোকার বানিয়ে ছেড়েছি..’, দঃ আফ্রিকার কোচের বিতর্কিত মন্তব্যে মুখ পুড়ল গম্ভীরদের !!

ভারতের লজ্জাজনক হার-

পন্থ ভারত, ind vs sa
Team India | Image: Twitter

অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরের আগে রোহিত শর্মাকে একদিনের ওডিআই দল থেকে সরিয়ে দেওয়া হয়। ফর্মে থাকা এই ক্রিকেটারকে নিয়ে নির্বাচকদের সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। এর পিছনে প্রধান কোচের হাত রয়েছে বলেও অনেকে উল্লেখ পর্যন্ত করেন। নতুন ওডিআই অধিনায়ক গিলের নেতৃত্বে অজিদের বিপক্ষে একদিনের সিরিজে ২-১ ব্যবধানে হারের সম্মুখীন হয় ভারতীয় দল। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল ব্লু ব্রিগেডরা।

এই সিরিজে ভারতীয় দল প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে মাঠে নেমেছিল। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্লু ব্রিগেডরা মাত্র ৯৩ রানে আউট হয়ে যায়। ৩০ রানে ম্যাচে হেরে লজ্জার দৃষ্টান্ত তৈরি করে গৌতম গম্ভীরের দল। দ্বিতীয় ম্যাচে শুভমান গিলের চোটের কারণে ঋষভ পান্থ (Rishabh Pant) নেতৃত্বের দায়িত্ব আসেন। আশা করা হচ্ছিল গৌতম গম্ভীরের ছেলেরা অন্তত সিরিজটি ড্র করে নিজেদের সম্মান রক্ষা করবে। কিন্তু গুয়াহাটিতে ভারতের ব্যাটিং এবং বোলিং বিপর্যয় অব্যহত থাকে। ৪০৮ রানে জয় ছিনিয়ে নিয়ে প্রোটিয়ারা ভারতের মাটিতে ২৫ বছর পর টেস্ট সিরিজে জয় ছিনিয়ে নেয়।

সামনে এল পদত্যাগের গুঞ্জন-

Asia cup 2025, গৌতম গম্ভীর
Gautam Gambhir | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় দলের লজ্জাজনক হারের পর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পদত্যাগের দাবি তুলছেন ভক্তরা। গুয়াহাটিতে ম্যাচ শেষে সমর্থকরা ‘হায় হায় গম্ভীর’ বলে বিদ্রুপ করেন। এমনকি মাঠে উপস্থিত প্রধান কোচের সামনে পদত্যাগের পোস্টার নিয়ে বিক্ষোভ জানান তারা। বিশৃঙ্খলা থামানোর জন্য পুলিশকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পদত্যাগ পত্র ভাইরাল হয়।

দেখা যায় যে গম্ভীর বিসিসিআইয়ের (BCCI) কাছে প্রদান কোচের পথ থেকে পদত্যাগের জন্য আবেদন করছেন। তবে এটি সম্পূর্ণভাবে ভক্তদের তৈরি মিথ্যে পোস্ট। কিন্তু এই পোস্ট বাস্তবে সত্যি হলেই ভালো হতো বলে বেশ কিছু ক্রিকেট ভক্ত উল্লেখ করছেন। অন্যদিকে ৩০ নভেম্বর থেকে ব্লু ব্রিগেডরা প্রোটিয়াদের বিপক্ষে একদিনের সিরিজে মাঠে নামবে। ব্যর্থতা ভুলে এই সিরিজকে পাখির চোখ করতে চাইছেন কেল রাহুলরা (KL Rahul)।

Read Also: ‘শালা*#%@ এক নং’এর চিটার..’ স্মৃতি মান্ধানার সঙ্গে প্রতারণা করায় পলাশকে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *