"ফর্মহীনতার মূল্য চোকাতে.." বিশ্বকাপ দল থেকে শুভমান গিল ছিটকে যেতেই মুখ খুললেন গম্ভীর, করলেন এই মন্তব্য !! 1

শনিবার ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকর (Ajit Agarkar) এবং টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আনুষ্ঠানিকভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেন। এই ঘোষণার পরই ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশ্বকাপ দলে জায়গা পাননি দলের ভাইস ক্যাপ্টেন ও তরুণ তারকা ব্যাটার শুভমান গিল (Shubman Gill)। সাম্প্রতিক সময়ে শুভমান গিল ছিলেন দলের ভাইস ক্যাপ্টেন যে কারণে বিষয়টি আরও বেশি বিস্ময়কর হয়ে ওঠে। সাম্প্রতিক ফর্ম শুভমান গিলকে বাদ দেওয়ার পিছনে বড় ভূমিকা পালন করেছে। সদ্য সমাপ্ত হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিতে শুভমান গিলের ব্যাট থেকে এসেছে কেবলমাত্র ৩২ টি রান। তাঁর এই পারফরম্যান্স নির্বাচকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার ক্ষেত্রে তাঁর ধীরগতির ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে আগ্রাসী শুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে গিলের স্ট্রাইক রেট নির্বাচকদের ভাবনায় ফেলেছে।

বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন শুভমান গিল

Ind vs sa, গম্ভীর
Shubman Gill| Images: Getty Images

এই স্কোয়াড ঘোষণার কয়েক ঘণ্টা পরই দিল্লি বিমানবন্দরে দেখা যায় ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাকে ঘিরে ধরেন একাধিক সাংবাদিক। দল নির্বাচন এবং গিলকে বাদ দেওয়ার বিষয়ে একের পর এক প্রশ্ন করা হলেও, গম্ভীর সেগুলোর কোনোটিরই উত্তর দেননি। দ্রুত গাড়িতে উঠে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। নিমেষের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে।

Read More: চোট ছিল শুধু বাহানা, শুভমান গিলকে সরাসরি ছাঁটাই করল বিসিসিআই !!

প্রসঙ্গত টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও জায়গা পাকাপোক্ত করতে পারেননি শুভমান। বিশেষ করে ওপেনার হিসেবে তিনি নির্বাচকদের প্রভাবিত করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তার ইনিংসগুলো ছিল ৪, ০ এবং ২৮ রানের, যা বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস জোগানোর জন্য যথেষ্ট ছিল না। শুভমানের বদলে দলে সুযোগ পেয়েছেন ঈশান কিষান (Ishan Kishan), যিনি ওপেনিংয়ের পাশাপশি উইকেট কিপাররর ভূমিকাও পালন করবেন।

প্রশ্ন এড়িয়ে গেলেন গৌতম গম্ভীর

Asia cup 2025, গৌতম গম্ভীর
Gautam Gambhir | Image: Getty Images

তবে, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকর (Ajit Agarkar) সংবাদ সম্মেলনে গিলের বাদ পড়ার প্রসঙ্গে বলেন, “শুভমান এই মুহূর্তে রান পাচ্ছে না এবং আগের বিশ্বকাপেও সে খেলতে পারেনি।” তার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে বর্তমানে ফর্ম না থাকায় দল থেকে বাদ পড়েছেন শুভমান। সাম্প্রতিক সৈয়দ মুশতাক আলি ট্রফিতে (SMAT) দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কাড়েন তিনি। ঝাড়খণ্ড দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি মেগা ফাইনালে একটি দুর্দান্ত শতরান হাঁকান এই বাঁহাতি ব্যাটার। অধিনায়ক সূর্যকুমার যাদবও গিলের বাদ পড়া নিয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, “এটা শুধু শুভমান গিলের ফর্মের ব্যাপার নয়। আমরা ওপেনিংয়ে একজন উইকেটরক্ষক ব্যাটারকে চেয়েছিলাম, যে কারণে দুর্ভাগ্যজনক ভাবে দল থেকে বাদ পড়তে হয়েছে গিলকে।

Read Also; আইপিএলের আগেই বড়ো চমক, কলকাতা দলের মালিক হলেন সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *