"কিউরেটর আমাদের সঠিক…": ইডেন টেস্ট হেরে পিচের দোহাই দিলেন গৌতম গম্ভীর, করলেন বেফাঁস মন্তব্য!! 1

রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) থাকাকালীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যাবধানে টেস্ট সিরিজ হারতে হয়েছিল ভারতীয় দলকে। দীর্ঘ ১২ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হারতে হলো ভারতীয় দলকে। ইডেন টেস্টে ১২৪ রান তুলতে ব্যার্থ হয়েছে ভারতীয় দল। ইডেন গার্ডেনের ঘূর্ণি সহায়তায় সাজানো পিচে দক্ষিণ আফ্রিকার কাছে আড়াই দিনেই শেষ হলো ম্যাচ এবং হারতে হলো ব্লু ব্রিগেডকে। গত বছর নিউজিল্যান্ড – এর বিরুদ্ধে স্পিন উইকেটে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় দল। ইডেনে বদলালো না সেই ছবি।

স্পিন উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের নাকের ডগায় নাচিয়েছিল কিউই বোলাররা। ইডেনে বদলালো না সেই ছবি। তবে, ভারতীয় দল স্পিন উইকেট চেয়েছিল বলেই খবর পাওয়া গিয়েছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ভারতের এই স্পিন পিচে দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলা হয়। আগে স্পিন উইকেটে ভারতকে এত ভুগতে দেখা যেত না। তবে সম্প্রতি ভারতীয় ব্যাটসম্যানরা সেভাবে সফল হয়ে উঠতে পারছে না। উত্তরে গম্ভীর বলেন, “দুটো সময়কে তুলনা করা সঠিক নয়। এই দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, এখনও তারা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করতে পারেনি।

পিচ নিয়ে গৌতম গম্ভীরের মন্তব্য

Asia cup 2025, গৌতম গম্ভীর
Gautam Gambhir | Image: Getty Images

ইডেনে পিচের মান নিয়ে প্রশ্ন উঠলে গম্ভীর কিউরেটরের পক্ষেই কথা বলেন এবং এই ধরণের পিচ তিনি চেয়েছিলেন বলেই জানিয়েছেন। তিনি আরও জানান, “আমরা নিজেরাই এই ধরনের স্পিনিং ট্র্যাক চেয়েছিলাম। কিউরেটর আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন।” গম্ভীরের যুক্তি, ম্যাচে স্পিনারদের চেয়ে পেসাররাই বেশি উইকেট নিয়েছেন। অন্যদিকে, দ্বিতীয় দিনে ধারাভাষ্যে দীনেশ কার্তিক (Dinesh Karthik) এই পিচকে সরাসরি “বিপজ্জনক” বলে কটাক্ষ করেছিলেন। অন্যদিকে, সাবেক ইংলিশ ক্যাপ্টেন মাইকেল ভন সোশ্যাল মিডিয়ায় পিচ নিয়ে কটাক্ষ করেন।

ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে ব্যাটিং করতে এসে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৫৯ রান বানায় এবং ভারত তার জবাবে ১৮৯ রান বানিয়েছিল। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৫৪ রানে অলআউট হয়ে যায় ও টিম ইন্ডিয়ার সামনে ১২৪ রানের লক্ষমাত্রা রেখেছিল। ভারত মাত্র ৩৫ ওভারের মধ্যে ৯৩ রানে সব উইকেট হারিয়ে ফেলেছিল। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

Read Also: KKR’এর দায়িত্ব পেয়েই অবাক করে দিলেন কোচ অভিষেক নায়ার, ঘরের ছেলে আন্দ্রে রাসেলকে দিলেন বাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *