Gautam Gambhir: চলতি ভারত ও ইংল্যান্ডের (ENG vs IND) মধ্যে পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে তৃতীয় টেস্টটি লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় দলকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট জিততে গেলে ১৩৫ রান বানাতে হবে এবং ভারতের হাতে রয়েছে ৬টি উইকেট। লর্ডসে যেভাবে পেসারদের বল নড়াচড়া করছে তাতে ভারতীয় দলের সামনে এই রান তাড়া করে জয় সুনিশ্চিত করা খুব একটা সহজ হবে না। তবে, ভারতীয় দলের কাছে তেমন ব্যাটসম্যানরা রয়েছেন যারা এই রান তাড়া করতে সক্ষম। তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ইংলিশ ব্যাটসম্যান জ্যাক ক্রোওলি (Zach Crowley)। তৃতীয় দিন শেষে তাকে সময় নষ্ট করার কারণেই ভারতীয় দল ইংলিশ প্লেয়ারদের উপর চড়াও হয় উঠেছিল।
রুট আউট হতেই আগ্রাসী মেজাজ ধারণ করেন গম্ভীর

এবার, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir) শান্ত থাকতে পারলেন না। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের উত্তাপ দেখা গেল ভারতীয় দলের কোচের মধ্যেও। লর্ডসের ব্যালকনিতে বসে উত্তেজিত হয়ে উঠলেন গৌতম। ঘটনাটি ঘটেছিল লর্ডস টেস্টের চতুর্থ দিনে। এদিন শুরুতে ইংল্যান্ড ব্যাটিং চালাচ্ছিল, ব্যাট হাতে জো রুট (Joe Root) এবং বেন স্টোকস (Ben Stokes) ব্যাটিং চালাচ্ছিলেন। তাদের আউট করতে বেশ চেষ্টা চালাচ্ছিলেন ভারতীয় দলের বোলাররা। এমনকি, বেশ কয়েক বার সুযোগও তৈরি হয়েছিল। মহম্মদ সিরাজের (Mohammed Siraj) একটা বল রুটের প্যাডে লাগে। আম্পায়ার অবশ্য তাকে আউট দেননি। পরে রিভিউতে দেখা যায় ‘আম্পায়ার্স কল’-এ বেঁচে গিয়েছেন রুট। দুই ব্যাটার জুটি বাঁধায় ভারতের উপর চাপ বাড়ছিল।
Read More: “২-০ এগিয়ে থাকতাম…” টিম ইন্ডিয়াকেই ‘ফেভারিট’-এর তকমা দিচ্ছেন ওয়াসিম জাফর, শুভমানদের শুভেচ্ছা প্রাক্তনীর !!
অবশেষে সেই জুটি ভাঙলেন স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তাঁর একটা বল সুইপ মারতে গিয়ে বোল্ড হন রুট। ৪০ রানের মাথায় উইকেট হারিয়ে ফেলেন রুট। রুটকে আউট হতে দেখে চুপ থাকতে পারেননি গৌতম গম্ভীরও। লর্ডসের ব্যালকনি থেকেই গম্ভীর (দুই শব্দের) ইশারা করে যা সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।
লর্ডসে ইতিহাস গড়ার খুব কাছে ভারত

লর্ডসের ব্যালকনিতে এই প্রথম নয়। ভারতীয় দলের ইতিহাসের সঙ্গে লর্ডসের এই ব্যালকনিটি ওতপ্রোতভাবে জড়িত। এই ব্যালকনিতেই প্রথম ১৮৮৩ সালে বিশ্বকাপ শিরোপা হাতে নিয়েছিলেন কপিল দেব (Kapil Dev)। এমনকি সে বারেই বিশ্বকাপ জিতে এই ব্যালকনিতে দাঁড়িয়ে ধূমপান করেছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। এমনকি, ২০০২ সালে ন্যাটওয়েস্ট ফাইনালে ইংল্যান্ডকে পরাস্ত করার লোর সৌরভের জার্সি ওড়ানোর ঘটনা ভারতীয় ক্রিকেটের নতুন যুগের সূচনা ছিল। আর এই সমস্ত ঘটনার সঙ্গে লর্ডসের ব্যালকনি জড়িয়ে রয়েছে। বর্তমান ভারতীয় দলের প্রধান কোচও এই লর্ডস ব্যালকনির সাক্ষী হয়ে থাকলেন। অন্যদিকে লর্ডসে ইতিহাস গড়তে ভারতীয় দলকে ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও ১৩৫ রান বানাতে হবে।