গৌতম গম্ভীর (Gautam Gambhir) মানেই স্পষ্ট মতামত। তিনি কখনও জনমত বা জনপ্রিয়তার তোয়াক্কা না করেই নিজের বিশ্লেষণ তুলে ধরেন, আর সেই মতামত প্রায়ই বিতর্ক তৈরি করে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বয়ান দিয়ে সমাজ মাধ্যমে শিরোনামে উঠে আসেন। সম্প্রতি গৌতম গম্ভীরের (Gautam Gambhir) এক বয়ান সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হয়েছে। গম্ভীর এক বয়ানে ভারতীয় দলের দুই কিংবদন্তি ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলির থেকে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমকে (Babar Azam) বেশি প্রতিভাবান ও সফল বলেই বর্ণনা করেছিলেন।
রোহিত-কোহলির প্রশংসা করলেন না গম্ভীর

প্রসঙ্গত, পাকিস্তান দলের তারকা বাবর আজমকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে আখ্যা দিয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মার থেকেও এগিয়ে রেখেছেন। গৌতম গম্ভীরের সঙ্গে অতীতে বিরাট কোহলি (Virat Kohli) ও এমএস ধোনির (MS Dhoni) সঙ্গে সম্পর্ক নিয়ে নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। অনেকেই তাই মনে করেন, কোহলি বা ধোনির সাফল্যে হয়তো খুশি নন গম্ভীর। তবে গম্ভীর নিজে বারবার বলেছেন, পেশাদার মতামতের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনো যোগ নেই।
Read More: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া, মাঠের মধ্যেই প্রাণ হারালেন তারকা কোচ !!
আসলে, এই ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের আগে। সেসময়, ওয়ানডে ক্রিকেটে বাবরের ফর্ম ছিল চোখে পড়ার মতো। ধারাবাহিক রান, টেকনিক্যাল নিখুঁততা এবং স্পিন ও পেস দু’ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই সমান স্বচ্ছন্দতা তাঁকে আলাদা করে তুলেছিল। গম্ভীর বিশেষভাবে যে বিষয়টির কথা বলেছেন, তা হলো চাপের মুহূর্তে বাবরের শান্ত থাকার ক্ষমতা। বড় নামের পিছনে নয় বিশ্বকাপের মঞ্চে সেরা করতে পারেন এমন ব্যাটসম্যান হিসাবে গম্ভীর বেছে নিয়েছিলেন বাবরকে। তবে, গম্ভীরের এই ভবিষ্যৎবাণী বিফলে গিয়েছিল। বিরাট কোহলি ২০২৩ বিশ্বকাপে কার্যত অপ্রতিরোধ্য ছিলেন। ১১ ম্যাচে ৭৬৫ রান করে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হন। অন্যদিকে রোহিত ১১ ম্যাচে ৫৯৮ রান বানিয়েছিলেন। তাঁর আক্রমণাত্মক শুরু ভারতীয় ব্যাটিংকে আলাদা গতি দেয়।
গম্ভীরের সঙ্গে ঠান্ডা লড়াই চলছে বিরাট-কোহলির

তবে, গম্ভীরের করা মন্তব্য মেনে নিতে পারেননি অনেক ক্রিকেট প্রেমী। সম্প্রতি গম্ভীরের সঙ্গে রোহিত ও বিরাটের সম্পর্ক বিগড়েছে বলেই সূত্রের দাবি। বেশ কিছু সূত্র এটা দাবি জানিয়েছে যে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করিয়েছেন গৌতম গাম্ভীর। পাশাপাশি ভারতের এই দুই কিংবদন্তি দের ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ দলে দেখতে চাইছেন না বলেও শোনা গিয়েছে। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলি ধারাবাহিক ভাবে ভারতের হয়ে রান বানাচ্ছেন। অস্ট্রেলিয়ায় সেরা হয়েছেন রোহিত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেরা হয়েছেন বিরাট কোহলি।