রোহিত-কোহলি নন বরং পাকিস্তানি এই খেলোয়াড়কে বিশ্ব সেরার তকমা লাগলেন গৌতম গম্ভীর !! 1

চলতি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজটি খুবই প্রতিদ্বন্দ্বী মূলক। টেস্ট সিরিজে ভারতকে ২-০ ব্যবধানে পরাস্ত করেছে দক্ষিণ আফ্রিকা। তারপর পালা ওডিআই সিরিজের, যেখানে প্রথম ম্যাচে জয় পেয়েছিল ভারত এবং দ্বিতীয় ম্যাচে আবার ভারতকে পরাস্ত করেছিল দক্ষিণ আফ্রিকা দল। ভারতের এরূপ পারফরম্যান্সের পর বারবার কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম উঠে আসছে। তিনি প্রধান কোচ হওয়ার পর থেকেই এক বছরের মধ্যে টেস্ট সিরিজে দুটি সিরিজ হেরেছে ভারত। টিম ইন্ডিয়ার সামনে বড় চ্যালেঞ্জ হতে চলেছে এই ওডিআই সিরিজের শেষ ম্যাচ জিতে মান বাঁচানোর। সিরিজের তৃতীয় ম্যাচের আগে প্রধান কোচ গৌতম গম্ভীরের নামে এক অভিযোগ উঠেছে।

গম্ভীরের উপর উঠলো অভিযোগ

গম্ভীর
Gautam Gambhir | Image: Getty Images

গৌতম গম্ভীর (Gautam Gambhir) বরাবরই এমন এক ক্রিকেট বিশ্লেষক যিনি নিজের বক্তব্যে কোনও দিনই নিরাপদ পথ অবলম্বন করেন না। তিনি একজন স্পষ্টবাদী মানুষ, তবে অনেক সময় তাঁর এই কথা গুলো বিতর্কর রূপ নেয়। এবারেও হয়নি তার ব্যতিক্রম। সম্প্রতি গম্ভীরের সাক্ষাৎকারের একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি মূলত ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের সময়ের, এসময় গম্ভীরকে বিশ্বকাপে সম্ভাব্য সেরা পারফর্মার হিসেবে কাকে দেখা যেতে পারে ? এমন প্রশ্নের উত্তরে গম্ভীর সকলকে চমকে দেন। অনেকেই যেখানে বিরাট কোহলি (Virat Kohli) বা রোহিত শর্মার (Rohit Sharma) নাম শোনার অপেক্ষায় ছিলেন, সেখানে গম্ভীর নির্দ্বিধায় উচ্চারণ করলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের (Babar Azam) নাম।

Read More: ন#গ্ন হতে হতে অল্পের জন্য বাঁচলেন ম্যাথু হেইডেন, ইংলিশ কিংবদন্তি বাঁচালেন মান সম্মান !!

গম্ভীর মন্তব্য করে বলেন, “বাবর আজম এক ভিন্ন মাত্রার ব্যাটসম্যান। বিশ্বমঞ্চে ধারাবাহিক পারফরম্যান্স করার মতো স্বচ্ছন্দতা ও টেকনিক তাঁর মধ্যে স্পষ্ট।” গম্ভীরের মতে, বড় টুর্নামেন্টে সফল হতে যে ধরণের সংযম, শৃঙ্খলা এবং মানসিক দৃঢ়তা প্রয়োজন, সেগুলি বাবরের মধ্যে রয়েছে। গম্ভীর সে কারণেই বাবরকে রোহিত-কোহলির আগে রেখেছিলেন। কোহলি, রোহিত, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, জো রুট এবং কেন উইলিয়ামসনের মতো আধুনিক যুগের তারকা ব্যাটসম্যানদের ছাড়িয়ে বাবরকে সম্ভাব্য সেরা হিসেবে চিহ্নিত করায় বিস্মিত হয়েছে ক্রিকেটমহলের বেশ কিছু অংশ।

বাবর আজমের তীব্র প্রশংসা করলেন গম্ভীর

Babar Azam
Babar Azam | Image: Getty Images

উল্লেখযোগ্য হলো, এটাই প্রথম নয় যখন গম্ভীর বাবর আজমকে নিয়ে উচ্চ প্রশংসা করলেন। এর আগেও তিনি বলেছেন যে বাবরের টেকনিক এতটাই সঠিক যে বিশ্বের যেকোনও কন্ডিশনে সহজেই মানিয়ে নিতে পারেন। সম্প্রতি, গৌতম গম্ভীরের সঙ্গে রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে ঠান্ডা লড়াই চলছে। গম্ভীর নাকি রোহিত ও বিরাটের সঙ্গে আসন্ন বিশ্বকাপ খেলতে রাজি নন। তবে, রোহিত ও বিরাট দুজনে ওডিআই ক্রিকেটে আধিপত্য দেখিয়ে আসছেন। সিরিজের প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে, এমনকি প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত শর্মাও।

Read Also: বলিউডের নায়িকার প্রেমে মজলেন শ্রেয়স আইয়ার, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *