আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ভারত অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) শুরুর হওয়ার পর থেকে পরপর দু’বছর ব্লু ব্রিগেডরা ফাইনালে জায়গা করে নিয়েছিল। কিন্তু গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের নতুন প্রধান কোচ হিসাবে আসার পর থেকে লাল বলের ক্রিকেটে অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজে পরাজিত হয় ব্লু ব্রিগেডরা। এরপর বর্ডার-গাভাস্কার ট্রফিতেও হারের সম্মুখীন হয়ে ইংল্যান্ডের বিপক্ষে নতুন করে কৌশল সাজান গম্ভীর। কিন্তু বেন স্টোকসদের বিপক্ষে চলতি সিরিজেও সেইভাবে লড়াই করতে পারেনি শুভমান গিলরা। প্রধান কোচের এই ভুলে ভারতীয় দল টেস্ট ক্রিকেটে পিছিয়ে পড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
Read More: IND vs ENG 4th Test: ভরসা যোগাচ্ছেন রাহুল-শুভমান, ধাক্কা সামলে লড়াই জারি টিম ইন্ডিয়া’র !!
গম্ভীরের ভুলে ভারতের পরাজয়-

ধারাবাহিকভাবে সাম্প্রতিক সময় টেস্ট সিরিজে হরের সম্মুখীন হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নতুন করে দল তৈরি করেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। রহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর বর্তমানে ভারতীয় নতুন টেস্ট দলে একাধিক পরিবর্তন ঘটেছে। নতুন অধিনায়ক হিসেবে এসেছেন শুভমান গিল (Shubman Gill)। এছাড়াও সাই সুদর্শনের (Sai Sudarshan) মতো তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। দীর্ঘদিন দেশের হয়ে জায়গা না পাওয়া করুন নায়ারকে (Karun Nair) ফিরিয়ে এনেছেন গৌতম গম্ভীর। কিন্তু ভারতীয় দলের প্রধান কোচের কোনো কৌশল কাজে আসেনি। সাম্প্রতিক সময় ব্যাট হাতে দুরন্ত ফর্মে থাকা শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে নেওয়া উচিত ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
তিনি এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ৫ ম্যাচে ২৪৩ রান তুলে নিয়ে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। এই বছর আইপিএলে (IPL 2025) শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ব্যাট থেকে আসে ১৭ ম্যাচে ৬০৪ রান। এরপরও তিনি ভারতীয় টেস্ট দলে উপেক্ষিত হয়েছেন। অন্যদিকে সরফরাজ খান (Sarfaraz Khan) প্রথম শ্রেণীর ক্রিকেটে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। এখনও পর্যন্ত দেশের হয়ে ৬ টি টেস্ট ম্যাচে ৩৭১ রান সংগ্রহ করেছেন তিনি। তবুও এই তারকা ব্যাটসম্যানকে ইংল্যান্ড সফরে জাতীয় দলে জায়গা দেওয়া হয়নি। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) এই ভুলে ভারতীয় দল টেস্টে পাকিস্তানের মতো পিছিয়ে পড়ছে বলেও ক্রিকেট ভক্তরা উল্লেখ করছেন।
চতুর্থ টেস্টেও চাপে ভারত-

২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে মাঠে নেমেছে ভারতীয় দল (IND vs ENG)। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে ব্লু ব্রিগেডদের হয়ে ওপেনার কেএল রাহুল (KL Rahul) ৪৬ এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৫৮ রানের ইনিংস খেলেন। এরপর সাই সুদর্শনের (Sai Sudarshan) ব্যাট থেকেও দুরন্ত অর্ধশতরান আসে। তবে ঋষভ পান্থের (Rishabh Pant) ভাঙা পা নিয়ে মরিয়া লড়াই সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে। তিনি প্রথম দিন রিটায়ার্ড আউট হয়ে গেলেও দ্বিতীয় দিন আবার কামব্যাক করে ৫৪ রানের ইনিংস গড়েন।
ফলে প্রথম ইনিংসে ভারতীয় দল ৩৫৮ রানে পৌঁছায়। এই রান তাড়া করতে নেমে ভয়ঙ্কর হয়ে ওঠে ইংলিশ বাহিনীরা। দুই ওপেনার জ্যাক ক্রাউলি (Zak Crawley) এবং বেন ডেকেট (Ben Duckett) ১৬৬ রানের পার্টনারশিপ গড়েন। এছাড়াও জো রুট (Joe Root) ১৫০ এবং বেন স্টোকস (Ben Stokes) ১৪১ রান সংগ্রহ করে বিপক্ষদের চাপের মুখে ফেলে দেন। প্রথম ইনিংসে ৬৬৯ রান সংগ্রহ করে ভারতের থেকে অনেকটাই এগিয়ে যায় ইংল্যান্ড। এই রান তাড়া করতে নেমে শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন যশস্বী এবং সাই সুদর্শন। এইরকম পরিস্থিতিতে চতুর্থ দিনের শেষে ভারতীয় দল ২ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে। শুভমান গিল (Shubman Gill) এবং কেএল রাহুল (KL Rahul) দুজনে বর্তমানে দলকে অনেকটাই আত্মবিশ্বাস দিচ্ছেন।