অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলে এক বড় ধাক্কা। প্রথমত দল নির্বাচনে বেশ কিছু পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। ভারতের অধিনায়ককে পরিবর্তন করেছে বিসিসিআই। রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল (Shubman Gill)। তাছাড়া অস্ট্রেলিয়ার মতন বড় সিরিজে ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মোহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও রবীন্দ্র জাদেজাদের (Ravindra Jadeja) মতন তারকা। ভারতীয় দল মূলত তরুণ ও বরুণদের নিয়েই দল গঠন হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে শুধু বুমরাহ, সিরাজ বা জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়নি, বরং এই সিরিজে থাকছেন না গৌতম গম্ভীরও (Gautam Gambhir)।
অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না গম্ভীর

প্রধান কোচ গৌতম গম্ভীরকে অস্ট্রেলিয়ার (Gambhir’s career) বিরুদ্ধে খেলতে দেখতে পাওয়া যাবে না। এই সময় গম্ভীরের বদলে অন্য কোচকে দেখতে পাওয়া যাবে। গৌতম গম্ভীরের জায়গায় এই সময় NCA প্রধান ভিভিএস লক্ষণকে (VVS Laxman) দেখতে পাওয়া যাবে। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর আলোচনা। অস্ট্রেলিয়া সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন গম্ভীর। এর আগে, গম্ভীরের অনুপস্থিতিতে লক্ষণ ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছিলেন। সূত্রের খবর অনুযায়ী, গৌতম গম্ভীর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজ থেকে বিশ্রাম নেবেন।
Read More: ২০২৭ বিশ্বকাপের জন্য রোহিত-বিরাটকে দেখছে না BCCI, উঠে আসলো গোপন খবর !!
অস্ট্রেলিয়া সিরিজ থেকে নিজেকে কেন সরিয়ে নিচ্ছেন গম্ভীর তাঁর পরিপক্ক কারণ এখনও সামনে আসেনি। তবে, সূত্রের দাবি একটানা ভারতীয় দলের সঙ্গে কময় কাটানোর পর তিনি কিছুটা বিশ্রাম নিতে চান। তবে অন্তরালে নাকি অন্য গল্পও লুকিয়ে আছে। ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) সংস্কৃতি বদলের যে প্রক্রিয়া শুরু করেছিলেন গম্ভীর, সেটা একটা মস্ত বড় কারণ হতে পারে। গম্ভীরের কঠোর রীতি ও তাঁর পছন্দের খেলোয়াড়দের বেশি করে সুযোগ দেওয়াটা বেশ প্রভাব ফেলেছে। রোহিত – বিরাটের ভবিষ্যৎ এখন অন্ধকারে, ভারতীয় দলে কবে তারা খেলতে পারেন তা নিয়েও রয়েছে সংশয়। এই টানাপোড়েনই নাকি তাঁর সাময়িক বিশ্রামের আসল কারণ (New coach)।
দায়িত্ব সামাল দেবেন লক্ষণ

অন্যদিকে, এনসিএ প্রধান ও প্রাক্তন তারকা ব্যাটার ভিভিএস লক্ষ্মণকে এই সিরিজে দায়িত্ব দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে। লক্ষণ আগেও দ্রাবিড়ের অনুপস্থিতিতে এবং গম্ভীরের জায়গাতেও কোচিং করেছিলেন। বিসিসিআই সূত্রে খবর, এটি কেবল “অন্তর্বর্তী ব্যবস্থা” হলেও, বিসিসিআই পর্যবেক্ষণ করবে লক্ষণের নেতৃত্বে কতটা প্রভাব ফেলে ভারতীয় খেলোয়াড়দের। সবমিলিয়ে, অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতীয় ড্রেসিংরুমে ঝড় উঠেছে। একদিকে রোহিত-বিরাটদের ভবিষ্যৎ তো অন্যদিকে গম্ভীরের এই বিশ্রাম। এখন প্রশ্ন একটাই- লক্ষ্মণের ছোঁয়ায় কি ফের শান্তি ফিরবে ভারতীয় ক্রিকেটে?