চলতি টেস্টে বড় সিদ্ধান্ত নিলেন কোচ গম্ভীর, বিরাট-রোহিতকে করলেন দল থেকে আউট !! 1

Gautam Gambhir: চলতি টেস্ট সিরিজে ভারতীয় দলের পারফরমেন্স খুবই খারাপ, ঘরের মাঠে দীর্ঘ ১২ বছর ধরে না হারার রেকর্ডটি ভাঙার আঙিনায় পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার মতন দলের কাছে টেস্ট সিরিজে ২-০ ব্যাবধানে পরাজিত হওয়া নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ৮ উইকেটে জয়লাভ করে। নিউজিল্যান্ড ভারতকে প্রথম টেস্টে ৪৬ রানের মাথায় অলআউট করে দেয় যার পর টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস একেবারে কমে যায়। ভারতীয় দল দ্বিতীয় টেস্টেও একদম ছন্দ হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে কিউই অধিনায়ক টম ল্যাথাম টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতীয় দল

Ind vs nz, gautam gambhir
IND vs NZ | Image: Getty Images

প্রথমে ব্যাটিং করতে এসে নিউজিল্যান্ড দল প্রথম ইনিংসে ২৫৯ রান বানায়। দীর্ঘ সময় পর ভারতীয় টেস্ট দলে কামব্যাক করা ওয়াসিংটন সুন্দর ৭ উইকেট তুলে নেন। তাছাড়া ভারতীয় দলের কিংবদন্তি বোলার রবিচন্দ্রন অশ্বিন ৩ উইকেট তুলে নেন। জবাবে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়া কেবলমাত্র ১৫৬ রানেই শেষ হয়েছে। ভারতীয় দলের ব্যাটসম্যানদের কথা বলতে গেলে দলের হয়ে সবথেকে বেশি রানটি বানিয়েছেন রবীন্দ্র জাদেজা।

ভারতীয় দলের দুই বড় ব্যাটসম্যান সম্পূর্ণরূপে ব্যার্থ হয়েছেন। ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথম দিন টিম সাউদির বলে রান না বানিয়েই হারিয়ে ফেলেছিলেন নিজের উইকেট। দ্বিতীয় দিনের শুরুতে টিম ইন্ডিয়ার হাল হয়ে যায় বেহাল। তরুণ শুভমান গিল আউট হওয়ার পর বিরাট কোহলি কেবলমাত্র ১ রান বানিয়ে আউট হয়ে যান। ভারতীয় দলের এই পারফরমেন্সের পর ভক্তরা রোহিত এবং বিরাটের উপর খুবই চোটেছেন।

ফর্ম হারিয়েছেন রোহিত বিরাট

Rohit Sharma and Virat Kohli
Rohit Sharma and Virat Kohli | Image: Twitter

গত ১০ ইনিংসে দুজনেই ২৫.৩ গড়ে রান বানিয়েছেন। দুজনের ফর্মের কথা বিচার করে গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবার রোহিত ও বিরাট দুজনকে দল থেকে আউট করবেন। টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় ধরে টিম ইন্ডিয়া জয়ের ধারা অব্যহত রেখেছিল যেখানে ভারতীয় দলকে ছাপিয়ে গিয়েছে। ভারতীয় দল চাইবে না এভাবে পরাস্ত হতে। তাই প্রধান কোচ গৌতম গম্ভীর বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। জানা গিয়েছে ভারতীয় দলের দুই তারকাকে এবার দল থেকে বার করে দেবেন গম্ভীর। প্রধান কোচ হিসাবে গম্ভীর লজ্জাজনক রেকর্ডের ভাগিদারী হয়ে থাকতে চাইছেন না তাই গম্ভীর বড় সিদ্ধান্ত নিতে পিছুপা হবেন না।

Read Also: Gautam Gambhir: চুপসে গিয়েছে প্রত্যাশার ফানুস, পিঠ বাঁচাতে কোচ গম্ভীরকে ছাঁটাই করবে বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *