ভারতীয় দলের সামনে বড় পরীক্ষা হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ম্যাচের টেস্ট সিরিজ। ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) টেস্টে করুণ পরিণতির শিকার হতে হয়েছে রোহিত শর্মার বাহিনীকে। ৩-০ ব্যবধানে ভারতকে পরাস্ত করেছে নিউজিল্যান্ড, প্রথমবার ভারতের মাটিতে কোন দল ভারতকে তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিন সুইপ করেছে। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গাম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বে আপাতত দলের পারফরমেন্স বেশ কয়েকগুণ হ্রাস পেয়েছে। গম্ভীরের আমলে ভারত এই বছর তিনটি ওডিআই ম্যাচ খেলেছে, এমনকি দুই ম্যাচে ভারতকে পরাস্ত করেছে শ্রীলংকা।
চাকরি হারাবেন গম্ভীর
তাছাড়া গম্ভীরা নেতৃত্বে পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছে ভারত যেখানে কেবলমাত্র দুটি জয় পেয়েছে দল। দীর্ঘ ১২ বছর ধরে ভারতের মাটিতে বিপক্ষ দলের কাছে টেস্ট সিরিজ তো দূরের কথা টেস্ট ম্যাচ পর্যন্ত জেতা মুশকিল ছিল। তবে ভারতকে ঘরের পাঠেই নাস্তানাবুদ করল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিধ্বস্ত পারফরমেন্সের পর প্রধান কোচ গৌতম গম্ভীরের উপর উঠছে প্রশ্ন। ভারতীয় দলের এই পারফরমেন্সের পর গৌতম গম্ভীরের টিকে থাকা নিয়ে উঠছে প্রশ্ন। ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছোতে গেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি ম্যাচ জিততে হবে। যদি বাড়তি অজিদের মাটিতে অজিদের হারাতে ব্যার্থ হয় তাহলে টিম ইন্ডিয়া ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) উপর উঠবে প্রশ্ন।
গম্ভীরের কোচিংয়ে একাধিক পরাজয় দেখছে টিম ইন্ডিয়া
প্রসঙ্গত, গৌতম গম্ভীর তার কোচিং ক্যারিয়ারের শুরু থেকেই রিতিমতন ব্যাকফুটে রয়েছেন। তার নেতৃত্বে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে পরাস্ত হয়েছে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও পরাজিত হয়েছে। কোচিং ক্যারিয়ার শুরুর দিকেই দলের এমন পরিণতি মেনে নিতে পারছে না বিসিসিআই কর্মকর্তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল সিরিজ জিততে ব্যার্থ হলে গৌতম গম্ভীরকে হয়তো সন্ন্যাস নিতে হবে। পছন্দের মতন সাপোর্ট স্টাফ বেছে নিয়েও ব্যার্থ গম্ভীর। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, গৌতম গাম্ভীরের (Gautam Gambhir) প্রদর্শনে রীতিমতন অখুশি ভারতীয় ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এরকম পারফরম্যান্সের পর গম্ভীরকে জবাবদিহি করতে হয়েছে বিসিসিআই কর্মকর্তাদের কাছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থ হলে গম্ভীর ভারতীয় দলের কোচিং ছেড়ে দিতে পারেন। তিনি পুনরায় কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টরের ভূমিকা পালন করতে পারেন। কারণ শেষবার আইপিএলেই তার মেন্টরশিপে জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স।