Gautam Gambhir,kkr, গম্ভীর
Gautam Gambhir | Image: Getty Images

ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পথ চলা খুব একটা মসৃন নয়। সাদা বলের ক্রিকেটে গম্ভীর যুগে ভারতীয় দল সাদা বলের ফরম্যাটে সফলতা পেলেও টেস্ট ক্রিকেটে সেভাবে সফল হয়ে উঠতে পারেনি ভারত। চলমান ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজেও ভারতীয় দল পিছিয়ে রয়েছে। ইংল্যান্ড সফরে মোট ৪টি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। ইংল্যান্ড এই সিরিজে ২-১ ব্যাবধানে এগিয়ে রয়েছে। সিরিজের শেষ ম্যাচটি কেনিংটন ওভালে ৩১ জুলাই থেকে শুরু হতে চলেছে। ভারত ও ইংল্যান্ড সিরিজ চলাকালীন বড় খবর উঠে এসেছে। গৌতম গম্ভীরের নামে উঠে এসেছে বড় খবর। এবার নাকি ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন গৌতম গম্ভীর।

ইস্তফা দেবেন গৌতম গম্ভীর

Gautam gambhir-to-travel-with-india-a-team
Gautam Gambhir | Image: Getty Images

সামনেই এশিয়া কাপ, আর এই এশিয়া কাপই হতে চলেছে গম্ভীরের ভারতীয় দলের হয়ে কোচিং ক্যারিয়ারের শেষ কাজ। চলমান টেস্ট সিরিজে গম্ভীরকে নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে ভারতীয় দল টেস্ট ফরম্যাটে ১৪টি টেস্ট খেলেছে এবং মাত্র ৪টি ম্যাচে জিততে সক্ষম হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ২টি এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি করে ম্যাচ জিতেছে ভারত। ভারতীয় দলের এই প্রদর্শনের পর প্রধান কোচ হিসেবে টিকে থাকাটা দুস্কর হয়ে দাঁড়িয়েছে গৌতম গম্ভীরের কাছে।

Read More: দুরন্ত চাল KKR ‘এর, আইপিএলে প্রতারিত এই তারককে দলে দিলো এন্ট্রি !!

KKR দলে এন্ট্রি নিচ্ছেন গৌতম গম্ভীর

Gautam Gambhir, team india, kkr
Gautam Gambhir | Image: Getty Images

সদ্য, কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত প্রধান কোচের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল তিনি ইস্তফা পত্র জমা দিয়েছেন নাইট ম্যানেজমেন্টের কাছে। এই পরিস্থিতিতে সূত্রের দাবি, কলকাতা নাইট রাইডার্স দলের নতুন প্রধান কোচ হতে পারেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০২৪ সালে ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে মেন্টরের ভূমিকা পালন করেছিলেন গৌতম। ২০২৪ সালেই দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর আইপিএল শিরোপা জিতেছিল নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার কারণে নাইট রাইডার্স দলের মেন্টরের পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল গৌতমকে। তবে, চন্দ্রকান্ত পন্ডিত কেকেআর ছেড়ে দিতেই গৌতম গম্ভীর এই ফ্রাঞ্চাইজির নতুন প্রধান কোচ হয়ে উঠতে পারেন।

Read Also: চন্দ্রকান্ত পন্ডিতের পদত্যাগের পর সামনে এলো KKR’এর নতুন প্রধান কোচের নাম, প্রাক্তন অধিনায়ক পাচ্ছেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *