Gautam Gambhir: ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হওয়া তৃতীয় টেস্টটি লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হয়েছিল। বিখ্যাত লর্ডস টেস্টে ভারতীয় দলকে ২২ রানে পরাস্ত করেছে ইংল্যান্ড দল। তৃতীয় টেস্ট চলাকালীন খেলোয়াড়রা একে অপরের প্রতি বেশ আগ্রাসী হয়ে উঠেছিলেন। প্রথম দিনেই মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং শুভমান গিল (Shubman Gill) মিলে জো রুটের (Joe Root) ধীর ব্যাটিংয়ের মজা উড়িয়েছিলেন এবং তাকে ‘বাজবল কোথায় গেল আজকে ?’ বলে কটাক্ষ করতে শোনা গিয়েছিল। যদিও, এই ধরণের স্লেজিং খেলার মধ্যে হয়ে থাকে। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রুট। দ্বিতীয় দিনেই শেষ হয়েছিল ইংল্যান্ড দলের ব্যাটিং। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৮৭ রান বানিয়েছিল। যার জবাবে ভারতীয় দল ব্যাটিং করতে নেমে ৩৮৭ রানই বানিয়েছিল।
তৃতীয় টেস্টে খেলোয়াড়দের মধ্যে তৈরি হয়েছিল উষ্ণ পরিবেশ

ভারতীয় দলের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকান কেএল রাহুল (KL Rahul)। তৃতীয় দিনে ভারতীয় দল দিনের একে বারে শেষে তাদের ইনিংস সমাপ্ত করেছিল। সেদিন ইংল্যান্ডের ব্যাটিং করার জন্য বাঁকি ছিল ৬ মিনিট, আর এই সময়ের মধ্যে ২ ওভার খেলা সম্ভব ছিল। তবে, ইংল্যান্ড দলের দুই ওপেনার সময় নষ্ট করতে থাকেন। বিশেষ করে জ্যাক ক্রোওলি ইচ্ছাকৃত ভাবে সময় অপচয় করছিলেন। যা একেবারেই পছন্দ হয়নি ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) তথা ভারতীয় দলের (Team India)। শুভমান ক্রোওলির উদ্দেশ্যে “Grow some f%#^ing ba#%…” বলে স্লেজিং করতে থাকেন। এরপর তাঁর দিকে আঙ্গুল তুলে তাকে বাইরে যেতে বলেন।
Read More: দুঃস্বপ্ন কাটছে না মহম্মদ সিরাজের, চতুর্থ টেস্ট থেকে ছিটকে যাচ্ছেন তারকা পেসার !!
গালিগালাজ করেছিলেন গম্ভীর

এরপর চতুর্থ দিনের শুরুতে ইংলিশ দলের আর এক ওপেনার বেন ডাকেটকে প্যাভিলিয়নে ফেরান মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ডাকেটকে আউট করে কাঁধের ধাক্কা দেন সিরাজ, যার ফলে তাঁর ১৫% ফাইন হয়েছে। অন্যদিকে, ক্যাপ্টেন গিলের ‘F’ – শব্দ ব্যাবহারের জন্য এখনও কোনো ফাইন ঘোষণা করেননি ম্যাচ রেফারি। পাশাপশি, এদিন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকেও (Gautam Gambhir) ‘F’ শব্দ ব্যবহার করতে শোনা গিয়েছিল। আসলে, জো রুট আউট হওয়ার পরেই লর্ডসের ব্যালকনিতে বসে কটু বাক্যটি ব্যাবহার করেছিলেন গম্ভীর। গম্ভীর ও শুভমানের এই দুই ভুলের কারণে ম্যাচ ফি কাটতে পারে ম্যাচ রেফারি। আইসিসির নিয়মে এই ধরনের কটুশব্দ ব্যাবহার করতে পারে না খেলোয়াড়রা।