ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যাবধানে হারিয়ে হোম টেস্ট সিরিজের দুর্দান্ত সূচনা করলো টিম ইন্ডিয়া। পুরো সিরিজ জুড়েই একতরফা ভাবে উইন্ডিজ দলকে পরাস্ত করেছে ভারত। ম্যাচ শেষে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) সংবাদ সম্মেলনীতে এবার বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসলেন। গম্ভীরকে সংবাদ সম্মেলনীতে হার্ষিত রানার (Harshit Rana) নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সেই প্রশ্ন শুনে কার্যত মেজাজ হারিয়ে ফেলেন গম্ভীর। এমনকি, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর তীব্র ভাষায় আক্রমণ করেছেন সাবেক মুখ্য নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তকে। ২৩ বছর বয়সী হার্ষিত রানাকে (Harshit Rana’s selection) জাতীয় দলে নেওয়া নিয়ে শ্রীকান্তের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন গম্ভীর।
হার্ষিতের নির্বাচন নিয়ে মুখ খুললেন গম্ভীর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পর দিল্লিতে সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, “শুধু ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য তরুণ ক্রিকেটারদের আক্রমণ করা লজ্জাজনক।” সম্প্রতি শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে (youtube channel) হার্ষিত রানার নির্বাচন নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন যে গম্ভীর যতদিন ভারতীয় দলের প্রাধান কোচ থাকবেন ততদিন দলের প্রথম নাম হিসাবে ‘হার্ষিত রানাকে’ রাখা হবে। সেই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে উঠেছিল সমাজ মাধ্যমে। অনেকে আবার হার্ষিতকে ‘গম্ভীরের প্রিয় খেলোয়াড়’ বলে সমালোচনা করেছিল।
Read More: দিল্লি টেস্ট চলাকালীন বয়ফ্রেন্ডকে একের পর এক চড় প্রেমিকার, ভিডিও ভাইরাল হতেই শুরু চর্চা !!
তবে বিষয়টা ভালো ভাবে নেননি গম্ভীর। নাম না নিয়েই শ্রীকান্তকে একহাত নিয়েছেন গৌতম। মন্তব্য করে তিনি বলেছেন, “সত্যি বলতে এটি খুবই লজ্জাজনক। ২৩ বছর বয়সী একজন ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য করা অন্যায়। তাঁর বাবা সাবেক কোনো নির্বাচক নন বা সাবেক কোনো ক্রিকেটারও নন বা NRI ও নন। তিনি নিজের দক্ষতায় খেলছেন। ওনার পারফরম্যান্স দিয়েই বিচার করাটা উচিত, ব্যাক্তিগত ভাবে নয়। একজন তরুণ খেলোয়াড়ের মানসিকতার ওপর এসব আক্রমণ ভয়াবহ প্রভাব ফেলে।”
শ্রীকান্তকে একহাত নিলেন গম্ভীর

গম্ভীর আরও যোগ করেন, “ওর জায়গায় আপনি নিজের ছেলেকে বসান, বা সে যদি কোনোদিন খেলতে নেমে আর ওকে যদি এমন কথা শুনতে হয় তাহলে কেমন লাগবে ? ওর বয়স মাত্র ২৩, ৩৩ নয়। আমাকে সমালোচনা করুন, সেটা আমি গ্রহণ করতে পারবো তবে ও এখনও ২৩ বছরের বাচ্চা। এমন আক্রমণ অগ্রহণযোগ্য। ভারতীয় ক্রিকেটের প্রতি নৈতিক দায়িত্ববোধ থাকা উচিত সবার। শুধুমাত্র ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য এমন করাটা উচিত নয়। এটা শুধু হার্ষিতকে নিয়ে নয়, ভবিষ্যতের সব তরুণ ক্রিকেটারের জন্যও বলছি।”