গম্ভীরের ‘স্পেশাল প্রজেক্ট’ হার্ষিত রানা, দলে জায়গা নিয়ে তুঙ্গে আগুন — বাদ পড়ার আশঙ্কায় রাহুল-রিংকু !! 1

ওডিআই সিরিজে চরম ব্যার্থতার পর ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে। প্রথম ম্যাচটি মেনুকা ওভালে অনুষ্ঠিত হচ্ছে। রুদ্ধশ্বাস এই লড়াই টা ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে আবার একবার টস হেরেছে ভারতীয় দল এবং প্রথমেই ব্যাটিং করতে আসতে হয়েছে তাদের। যদিও, বৃষ্টির কারণে ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ভেস্তে গিয়েছে। প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল ৯.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭ রানে পৌঁছে গিয়েছিল। ভারতের পক্ষে ১৪ বলে ১৯ রান বানিয়ে আউট হন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাছাড়া, ভারতীয় টি-টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) ও ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) মধ্যে ৬২ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল।

বৃষ্টির কারণে ভেস্তে গেল প্রথম ম্যাচ

হার্ষিত রানা
IND vs AUS | Image: Getty Images

ভারতের পক্ষে ক্যাপ্টেন স্কাই ২৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৯ রান বানান তো শুভমান গিল ২০ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৭ রানে ব্যাটিং করছিলেন। খেলা বৃষ্টির কারণে ভেস্তে গেলেও এমন একটি তথ্য সামনে এসেছে যেটি একেবারে নাড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। আসলে, টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট ও কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) হার্ষিত রানাকে (Harshit Rana) নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে দিয়েছে। আজকের ম্যাচের আগেই ভারতীয় একাদশ প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় দেখা গিয়েছে এক অদ্ভুত পরিবর্তন। প্রকাশ্যে আশা তালিকায় দেখতে পাওয়া গিয়েছে হার্ষিত রানার নাম ছয় নম্বরে রয়েছে। তিনি চার উইকেট হারানোর পর অর্থাৎ ছয় নম্বরে ব্যাটিং করতে নামবেন।

Read More: অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজ থেকে ছিটকে গেল তারকা অলরাউন্ডার, বড় ধাক্কা ভারতীয় দলে !!

হার্ষিত রানাকে নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব

গম্ভীরের ‘স্পেশাল প্রজেক্ট’ হার্ষিত রানা, দলে জায়গা নিয়ে তুঙ্গে আগুন — বাদ পড়ার আশঙ্কায় রাহুল-রিংকু !! 2
Harshit Rana | Image: Getty Images

দলে উপস্থিত থাকা শিবম দুবে (Shivam Dube) ও অক্ষর প্যাটেলের (Axar Patel) আগে দলে হার্ষিত রানার নাম রয়েছে এবং তিনি আগেই ব্যাটিং করবেন এমনটাই মত টিম ম্যানেজমেন্টের। রানাকে অলরাউন্ডার বানানোর চক্করে দল থেকে বাদ পড়েছেন রিংকু সিং (Rinku Singh)। রিংকুকেও এখন আর একাদশে নিয়মিত দেখতে পাওয়া যায়না। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভালো বোলিং করা অর্ষদীপ সিংকে (Arshdeep Singh) ছাড়াই  তৃতীয় ওডিআই ম্যাচে হার্ষিত রানাকে পুনরায় সুযোগ দিয়েছিলেন কোচ গম্ভীর। এভাবে চলতে থাকলে ওডিআই দলে মিডিল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কেএল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থদের (Rishabh Pant) মতন ব্যাটসম্যানদের একাদশে আর সুযোগ হবে না।

Read Also: অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতেই ছাঁটাই হচ্ছেন গৌতম গম্ভীর, বিরাট কোহলির ‘পরম বন্ধু’ নিচ্ছেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *