বন্ধু হয়ে পিঠে ছুরি মারলেন গৌতম গম্ভীর, নিজে দাঁড়িয়ে অভিষেক নায়ারকে করালেন ছাঁটাই !! 1

Abhishek Nayar: সদ্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল পুরো টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থেকে এই শিরোপা জয় করেছে ভারত শিরোপা জয় করলেও বিসিসিআইয়ের সঙ্গে ভারতীয় কোচিং স্টাফদের ঠান্ডা লড়াই যেন থামার নামই নিচ্ছে না। এবার বিসিসিআই ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে (Abhishek Nayar) ছাটাই করতে চলেছে। শুধু তাই নয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপকেও পরিবর্তন করতে চাইছে বিসিসিআই।

চাকরি হারাতে চলেছেন অভিষেক নায়ার

Abhishek Nayar
Abhishek Nayar | Image: Getty Images

সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট দলের অন্দর মহলের খবরাখবর ফাঁস করছিলেন নাকি অভিষেক নায়ার। যে কারণেই অভিষেককে খুব শীঘ্রই ছাঁটাই করতে চলেছে বিসিসিআই। শুধু, অভিষেক নায়ার নয় আগেও, সরফরাজ খানের (Sarfaraz Khan) উপর দলের অন্দরের খবর ফাঁস করার অভিযোগ উঠেছিল। তবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সাথে সাথে সেই অভিযোগ ধামাচাপা পরে গিয়েছিল। আবার নতুন করে পুরানো বিষয় নিয়ে সজাগ হয়েছে বিসিসিআই। জানা গিয়েছে, অভিষেক নায়ারের নামে অভিযোগ করেছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দলের প্রধান কোচের দাবিতেই নাকি ছাঁটাই হতে চলেছে অভিষেক ও দিলীপ।

Read More: উল্কার গতিতে উত্থান KKR তারকা’র, বিরাট পুরস্কার দিচ্ছে ক্রিকেট নিয়ামক সংস্থা !!

বিসিসিআইয়ের সূত্রের দাবি, ২০২৪-২৫ বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন ভারতীয় দলের পরিস্থিতি ও মানসিকতায় বেশ প্রভাব পড়তে শুরু করেছিল। আর এই সময়েই মিডিয়ার সামনে ড্রেসিং রুমের অনেক তথ্য ফাঁস করেছিলেন কেউ একজন। তদন্তে সরফরাজ খানের নাম প্রথমে উঠে এসেছিল। তবে, সরফরাজ এবিষয়ে কোনো ভাবে জড়িত নন বলে পরে জানা যায়। পরবর্তী সময় প্রধান কোচ গৌতম গম্ভীর বিসিসিআইয়ের শীর্ষ কর্তাদের সামনে অভিষেক নায়ারের নাম নেন। তাই, বিসিসিআই অভিষেককে খুব জলদি ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরাতে চলেছে।

নেপথ্যে উঠে আসলো গৌতম গম্ভীরের নাম

gautam-gambhir-under-bcci-scanner
Gautam Gambhir | Image: Getty Images

দীর্ঘদিন ধরে আইপিএলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্স দলের দায়িত্ব সামলে এসেছেন অভিষেক। মুম্বাইতে কলকাতা নাইট রাইডার্সের একাডেমিও চালাতেন অভিষেক। তার সাথে কাজ করেই বর্তমান ভারতীয় দলের একাধিক ক্রিকেটাররা তাদের খেলায় উন্নতি এনেছেন। গম্ভীর ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর হয়েছিলেন। আর এই সময় দলের সহ কোচ ছিলেন অভিষেক। গম্ভীর যখন ভারতীয় দলের প্রধান কোচ হন তখন গম্ভীরের পছন্দের প্রার্থীদের ভারতীয় দলের নানা বিভাগের কোচ বানানো হয়েছিল। গম্ভীরের পরামর্শেই সহকারী কোচ হয়েছিলেন অভিষেক।

Read Also: Abhishek Nayar: KKR ভক্তদের জন্য সুখবর, দলের সহকারী কোচ হিসেবে এন্ট্রি নিচ্ছেন অভিষেক নায়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *