বর্ডার গাভাসকর ট্রফিতে প্রবল চাপে ভারত। মেলবোর্নে জেতার মুখ থেকে হারতে হয়েছে ভারতীয় দলকে। দলের এই পারফরমেন্সের পর টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবার সমালোচনার পাত্র হয়ে উঠেছেন। জানা গিয়েছে, ভারতীয় দলের ক্রিকেটারদের উপর বেশ ক্ষুব্ধ হয়েছেন গৌতম, যে কারণে ড্রেসিং রুমে নিজের ক্ষোভও উগড়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, ভারতের ড্রেসিংরুমের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত।
মেলবোর্নের হার মানতে পারছেন না গম্ভীর
মেলবোর্নে লজ্জাজনক পরাজয়ের পর রোজিত-বিরাটদের সামনেই নাকি সাজঘরে নিজের বিরক্ত প্রকাশ করেন গম্ভীর। সূত্রের খবর, ক্রিকেটারদের অনেকটাই স্বাধীনতা দিয়েছিলেন গম্ভীর, তা বেশ ভুল প্রমাণ হয়েছে। এবার গম্ভীর নিজের পরিকল্পনা মাফিক দলকে চালনা করবেন, আর যে বা যারা তা মানবে না, তাঁকে বা তাঁদেরকে দল থেকে বাদও দিতে পারেন গম্ভীর।
Read More: সিডনিতে সমাপ্ত হচ্ছে রোহিত শর্মার ক্যারিয়ার, মেগা ম্যাচেই নেবেন অবসর !!
ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর থেকে গৌতম গম্ভীরের অধীনে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কায় ২-০ ব্যাবধানে ওডিআই সিরিজ পরাজিত হয়েছিল, এরপর ভারতের মাটিতে কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩-০ ব্যাবধানে হোয়াইট ওয়াশ হয়েছিলেন। এরপর অস্ট্রেলিয়ায় আপাতত সিরিজের ফলাফল ২-১, মেলবোর্নে ভারতকে হারিয়ে এগিয়ে গেল অস্ট্রেলিয়া দল।
সিনিয়রদের ছাঁটাই করবেন গম্ভীর
চলতি ভারত ও অস্ট্রেলিয়া সিরিজে ভারতের সিনিয়র খেলোয়াড়দের ছন্দহীন দেখিয়েছে। ক্যাপ্টেন রোহিত (Rohit Sharma) ৫ ইনিংসে করেছেন মাত্র ৩১ রান। বিরাট কোহলি (Virat Kohli) পার্থে শতরান হাঁকিয়ে নিজের ছন্দ খুঁজে পেয়েছিলেন বলে মনে হয়েছিল, তবে তিনি আবার তার ছন্দ হারিয়েছেন। অফ স্টাম্পের বাইরে বারংবার নিজের উইকেট হারাচ্ছেন কোহলি। এই সিরিজে তিনি ৭ ইনিংসে ২৭.৮৩ গড়ে ১৬৭ রান বানাতে সক্ষম হয়েছেন। ভারতীয় দলের পেস আক্রমণের একমাত্র শক্তি হলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) তিনি ছাড়া দলের বাকিরা নিতান্তই ব্যার্থ হয়েছেন।
জানা গিয়েছে, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে ভারতীয় দলের সমস্ত খেলোয়াড়দের পরীক্ষা নিতে চাইছেন তিনি। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে আসন্ন টেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ জন্য দলে সুযোগ পাবেন তারা। বিশেষ করে ভারতীয় সিনিয়র খেলোয়াড়রা ছন্দ হারিয়েছেন, তাই তাদের ফর্মে ফেরাটা আবশ্যক। তা না হলে তাদেরকে ছাটাই করতে দ্বিধাবোধ করবেন না গৌতম। সিরিজের শেষ ম্যাচটি সিডনিতে অনুষ্ঠিত হতে চলেছে। এই টেস্টটি শুধু বর্ডার-গাভাস্কার ট্রফি রিটেন করাই নয় বরং এই ম্যাচের উপর নির্ভর করে আছে ভারতীয় খেলোয়াড়দের ভবিষ্যৎও।