"এটাই আমার শেষ সুযোগ..," ওভাল টেস্টের পরেই পদত্যাগ করতে চলেছেন গৌতম গম্ভীর !! 1

ভারতীয় দল বর্তমানে টেস্টে নিজেদের হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য লড়াই চালাচ্ছে। গত বছর ঘরের মাঠে ব্লু ব্রিগেডরা নিউজিল্যান্ডের (IND vs NZ) বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছিল। তখন থেকেই প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপর ভারতীয় দল অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে হারের সম্মুখীন হয়েছে।

বর্তমানে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষেও চলতি সিরিজে পিছিয়ে রয়েছে শুভমান গিলরা (Shubman Gill)। ফলে চলতি সিরিজের শেষ ম্যাচে না জিততে পারলে আরও একটি টেস্ট সিরিজে পরাজিত হবে ব্লু ব্রিগেডরা। ফলে এটাই হয়তো কোচ হিসেবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) শেষ ম্যাচ হতে চলেছে। তিনি নিজে পদত্যাগ করতে পারেন বলেও এবার খবর সামনে এলো।

Read More: IND vs ENG: ম্যাঞ্চেস্টার ব্যর্থতার পর একাদশে রদবদল কোচ গম্ভীরের, ওভালে অভিষেক আর্শদীপ-অভিমন্যুর !!

গম্ভীরের মরণ-বাঁচন ম্যাচ-

"এটাই আমার শেষ সুযোগ..," ওভাল টেস্টের পরেই পদত্যাগ করতে চলেছেন গৌতম গম্ভীর !! 2
Gautam Gambhir | Images: Getty Images

রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গৌতম গম্ভীর‌ (Gautam Gambhir)। তার তত্ত্বাবধানে এই বছর ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফিতে (CT 2025) চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেটে গম্ভীরের সময় ব্লু ব্রিগেডরা একের পর এক ম্যাচ হারের সম্মুখীন হয়ে কোণঠাসা হয়ে পড়েছে। চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে বর্তমানে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে শুভমান গিলরা (Shubman Gill)। এই টেস্ট সিরিজে হারলে বিসিসিআই ভারতীয় কোচিং বিভাগে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এবার গৌতম গম্ভীর (Gautam Gambhir) নিজেই জানিয়ে দিলেন ওভালে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পঞ্চম টেস্ট ম্যাচ তার জন্য শেষ সুযোগ হতে চলেছে। তিনি এক আলাপচারিতায় সম্প্রতি বলেন, “বিশ্বের এই প্রান্তে ভ্রমণ সবসময় চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর হয় কারণ দুই দেশের ইতিহাস কখনও ভোলা যায় না। এখানে আমরা প্রচুর সমর্থন পেয়েছি। আমি নিশ্চিত যে এই সিরিজে যে ধরনের ক্রিকেট খেলা হয়েছে তা প্রতিটি ক্রিকেটপ্রেমীকে গর্বিত করেছে। কোন দলই এক ইঞ্চি মাটি ছেড়ে দেয়নি‌। আমাদের কাছে আর এক সপ্তাহ বাকি আছে। শেষ চেষ্টা করতে হবে। দেশকে গর্বিত করার জন্য এটাই আমার কাছে শেষ সুযোগ।” এরপরই ক্রিকেট মহলে গৌতম গম্ভীরের প্রধান কোচের পদ থেকে পদত্যাগের বিষয়ে জল্পনা শুরু হয়েছে।

ভারতের সামনে কঠিন লড়াই-

"এটাই আমার শেষ সুযোগ..," ওভাল টেস্টের পরেই পদত্যাগ করতে চলেছেন গৌতম গম্ভীর !! 3
India Cricket Team | Images: Getty Images

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে হেডিংলেতে প্রথম টেস্ট ম্যাচে ৫ উইকেটে হারের সম্মুখীন হয়েছিল ভারতীয় দল। এই ম্যাচে দুই ইনিংসেই শতরান করে লড়াই চালিয়েছিলেন ঋষভ পান্থ (Rishabh Pant)। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দলের ভরসা হয়ে ওঠেন শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় অধিনায়ক এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলে নতুন রেকর্ড গড়েন। ফলে ব্লু ব্রিগেডরা দ্বিতীয় ম্যাচে বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে ৩৩৬ রানে জয় তুলে নেয়।

অন্যদিকে তৃতীয় টেস্টে লর্ডসে ভারতীয় দল শেষ পর্যন্ত চোখে চোখ রেখে লড়াই চালায়। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ব্যাট হাতে শেষ ইনিংসে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে দলকে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্লু ব্রিগেডরা মাত্র ২২ রানে হারের সম্মুখীন হয়। চতুর্থ টেস্টে ম্যাঞ্চেস্টারেও ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে চাপের মুখে পড়েছিল। তবে বোলিং আক্রমণ ব্যর্থ হলেও ব্যাট হাতে ভারতীয় তারকারা শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করতে সক্ষম হয়। ওল্ড ট্র্যাফোর্ডে শেষ ইনিংসে শুভমান গিল (Shubman Gill), ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) দুরন্ত শতরান করেছিলেন।

Read Also: এই খেলোয়াড়দের স্রেফ বিদেশ সফর করাচ্ছেন গম্ভীর, জলে যাচ্ছে বিসিসিআই-এর বিপুল অর্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *