gautam-gambhir-is-facing-legal-trouble

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আপাতত তার জন্য ছক সাজাতে ব্যস্ত টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সবকিছু ঠিকঠাক থাকলে ৪ বা ৫ সেপ্টেম্বর এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরশাহী উড়ে যাবে ভারতীয় দল। খেলোয়াড়দের সঙ্গেই যাওয়ার কথা ‘গুরু’ গম্ভীরেরও। কিন্তু বিদেশসফরের দিনকয়েক আগে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন তিনি। কোভিড-১৯ অতিমারির সময় নিজের স্বেচ্ছাসেবী সংস্থাকে কাজে লাগিয়ে অনৈতিক ভাবে প্রতিষেধক মজুত ও বন্টনের অভিযোগ উঠেছে ক্রিকেট তারকা, তাঁর মা ও স্ত্রী’র বিরুদ্ধে। অভিযুক্তের তালিকায় রয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) ফাউন্ডেশনের সিইও অপরাজিতা সিং-ও। ২০২১ সালে দায়ের হওয়া মামলায় হাইকোর্ট ‘স্টে’ অর্ডার দেওয়ায় এতদিন স্বস্তিতে ছিলেন গম্ভীর। কিন্তু সোমবার সেই ‘স্টে’র মেয়াদ আর বাড়াতে রাজী হয় নি মহামান্য আদালত।

Read More: “MS ধোনিকে প্রশ্ন করব…” বিস্ফোরক মনোজ তিওয়ারি, বঙ্গতারকা কাঠগড়ায় তুললেন ‘ক্যাপ্টেন কুল’কে !!

হাইকোর্টের তোপের মুখে গম্ভীর-

Gautam Gambhir | Image: Twitter
Gautam Gambhir | Image: Twitter

ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট অনুযায়ী গৌতম গম্ভীর (Gautam Gambhir), তাঁর মা সীমা গম্ভীর, স্ত্রী নাতাশা গম্ভীর ও স্বেচ্ছাসেবী সংস্থা, ও সংস্থার সিইও অপরাজিত সিং-এর বিরুদ্ধে ট্রায়াল কোর্টে অভিযোগ দায়ের করেছিলো দিল্লী ড্রাগ কন্ট্রোল অথরিটি। সেই অভিযোগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান গম্ভীর, তাঁর পরিবারের সদস্য ও তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর ট্রায়াল কোর্টের কার্যপ্রণালীতে ‘স্টে’ অর্ডার দিয়েছিলো হাইকোর্ট। দিল্লী ড্রাগ কন্ট্রোল অথরিটির কাছে অভিযোগের ব্যাখ্যাও চেয়েছিলো আদালত। এরপর প্রায় চার বছর কেটে গেলেও বিন্দুমাত্র এগোয় নি আইনি কার্যকলাপ। শেষমেশ গত ৯ এপ্রিল উঠে যায় ‘স্টে’ অর্ডার। পুনরায় ট্রায়াল কোর্টকে কার্যপ্রণালী শুরু করার নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন গম্ভীরের আইনজীবীরা। কিন্তু সফল হন নি তাঁরা।

“একবার ‘স্টে’ পেলে আপনি কোর্টে আসা বন্ধ করে দেন। তদন্ত থমকে যায়। কিছুই করার থাকে না। সব কিছু বন্ধ হয়ে যায়,” গম্ভীরের আইনজীবীর অনুরোধ খারিজ করে জানিয়েছেন জাস্টিস নীনা বনসল।গম্ভীরের (Gautam Gambhir) স্বপক্ষে যুক্তি সাজানোর সময় তাঁর বর্ণময় ক্রিকেট কেরিয়ার ও সাংসদ হিসেবে জনহিতৈষী কাজের খতিয়ান তুলে ধরেন তাঁর আইনজীবী জয় অনন্ত দেহরানি। এমনকি কোভিড-১৯ অতিমারির সময়ও অনেককে অক্সিজেন সিলিন্ডার, ওষুধ, ভ্যাকসিনের মত অতি প্রয়োজনীয় দ্রব্য যে গম্ভীর ও তাঁর সংস্থা সরবরাহ করেছে, তুলে ধরেন তাও। কিন্তু লাল হয় নি তাতেও। “আপনি একটা সাধারণ অনুরোধ করলে আমি ভেবে দেখতাম। কিন্তু আপনি অনেক কথা বলছেন। কারও নাম, তাঁর কৃতিত্ব বা কর্মকাণ্ড এখানে বিচার্য নয়। এতে কাজ হবে না,” সাফ জানিয়েছেন বিচারপতি। ৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

এশিয়া কাপ’কে পাখির চোখ করছেন গম্ভীর-

Gautam Gambhir and Suryakumar Yadav | Image: Getty Images
Gautam Gambhir and Suryakumar Yadav | Image: Getty Images

মার্চে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে শৃঙ্গজয়ের পর লক্ষ্য এবার টি-২০ ফর্ম্যাটের এশিয়া কাপ। ২০২৪-এর জুলাইতে টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধে কুড়ি-বিশের ফর্ম্যাটে দায়িত্ব সামলেছেন তিনি। তিনটি সিরিজেই কোনো সমস্যা ছাড়াই জয় পেয়েছে ‘মেন ইন ব্লু।’ সেই ধারাবাহিকতা এশিয়া কাপেও বজায় রাখতে চাইবে তারা। কোচ গম্ভীরকে (Gautam Gambhir) স্বস্তি যোগাবে জসপ্রীত বুমরাহ, শুভমান গিলদের প্রত্যাবর্তন। স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর মাঠে নামতে তৈরি অধিনায়ক সূর্যকুমার যাদবও। যা নিঃসন্দেহে শক্তি বাড়াবে ‘মেন ইন ব্লু’র। ১০ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচ আমিরশাহীর বিরুদ্ধে। এরপর যথাক্রমে ১৪ ও ১৯ তারিখ গ্রুপ পর্বে পাকিস্তান ও ওমানের মুখোমুখি হবে তারা।

Also Read: বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেলো বাংলাদেশ, অনূর্দ্ধ-১৫ দলের বিরুদ্ধে জুটলো লজ্জার হার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *