'লিমিট ক্রস করো না..', সিরিজ জয়ের পর প্রাক্তন IPL মালিককে নিশানা সাধলেন গৌতম গম্ভীর !! 1

দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ভারতীয় দলের কার্যত মুখ দেখানোর জায়গা ছিল না। প্রধান কোচ গৌতম গম্ভীরের একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রিকেট ভক্তরা। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কাটাছেঁড়া চলছে। প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার‌ আবেদন জানাচ্ছেন সমর্থকরা। এর মধ্যে প্রোটিয়াদের (India vs South Africa ODI Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে জয়লাভ করেছে ব্লু ব্রিগেডরা। এই সিরিজ জয়ের পরেই পুরনো ফর্মে ফিরলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলেন চাঁচাছোলা জবাব।

Read More: সিরিজ জয়ের পর মাঠের মধ্যে গম্ভীরকে পাত্তাই দিলেন না বিরাট কোহলি, ভিডিও ভাইরাল !!

ভারতের দুরন্ত কামব্যাক-

'লিমিট ক্রস করো না..', সিরিজ জয়ের পর প্রাক্তন IPL মালিককে নিশানা সাধলেন গৌতম গম্ভীর !! 2
Ind vs SA | Image: Getty Images

সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল ওডিআই সিরিজে ১-২ ব্যবধানে পরাজিত হয়। নতুন অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) ভূমিকা রীতিমতো সমালোচনার মুখে পড়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকা বিপক্ষে কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বে একদিনের সিরিজে মাঠে নামে ব্লু ব্রিগেডরা। রাঁচিতে সিরিজের প্রথম ম্যাচেই যশস্বী জয়সওয়ালরা ১৭ রানে জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে যায়। এই ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) দুরন্ত শতরান করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও তার ব্যাটিং দাপট অব্যাহত ছিল।

রায়পুরে রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) সঙ্গে জুটি বাঁধেন এই তারকা। এই ম্যাচেও দুরন্ত শতরান আসে তার ব্যাট থেকে। কিন্তু বোলিং ব্যর্থতার কারণের দল চার উইকেটে পরাজিত হয়। তবে গতকাল বিশাখাপত্তনামে সিরিজ নির্ধারণকারি ম্যাচে ভারতীয় দল পুরোনো ছন্দে ধরা পড়ে। প্রথম ইনিংসে বল হাতে কুলদীপ যাদব (Kuldeep Yadav), প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krisna) বিপক্ষদের চাপের মুখে ফেলে দেন। এরপর দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা (Rohit Sharma) ওপেনিং করতে নেমে দুরন্ত ব্যাটিং শুরু করেন। শেষে বিরাট কোহলির সহযোগিতায় ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা।

গম্ভীরের আক্রমণ-

Asia cup 2025, গৌতম গম্ভীর
Gautam Gambhir | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হার সত্যিই বড়ো অঘটন ছিল। ফলে গম্ভীরের ভূমিকা রীতিমতো চর্চায় উঠে আসে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অন্যতম মালিক পার্থ জিন্দাল (Parth Jindal) দলকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার রীতিমতো প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ্য করেছিলেন যে টেস্ট দলের জন্য আলাদা একজন প্রধান কোচ নিয়ে আসা উচিত। শনিবার প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের পর সমস্ত সমালোচনার জবাব দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “অসংখ্য সমালোচনা শুনতে হচ্ছে। যাদের সঙ্গে ক্রিকেটের কোনো যোগাযোগ নেই তারাও অনেক কথা বলছেন। একজন আইপিএলের মালিক আলাদা আলাদা ফরম্যাটে আলাদা আলাদা কোচের কথা উল্লেখ করেছেন। এটা খুবই অবাক করার বিষয়। সবার নিজের সীমার মধ্যে থাকা উচিত। আমরা তাদের ব্যাপারে নাক গলাই না ফলে ওদের‌ও আমাদের বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই।”

Read Also: “ওস্তাদের মার..”,বিরাট-জয়সওয়ালের দুরন্ত ব্যাটিং’এ ভারতের সিরিজ জয়ে ভক্তদের বার্তা ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *