আর মাত্র কয়েক দিন পরেই শুরু হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের ওডিআই সিরিজ। ভারতীয় দলের কথা বলতে গেলে সবেমাত্র ভারতীয় দলের স্কোয়াড প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ভারতীয় দলের কথা বলতে গেলে, রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চলেছে। ওডিআই দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। ক্যাপ্টেন রোহিত শর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিরাজের দক্ষতা দিন দিন ফুরিয়ে আসছে বিশেষ করে বল পুরানো হলে তার থেকে সেরা প্রদর্শন দেখতে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট যে কারণে সিরাজের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন গম্ভীরের প্রিয় হার্ষিত রানা (Harshit Rana)।
ধার কমেছে সিরাজের
ক্যাপ্টেন রোহিত শর্মা সিরাজের দলে নির্বাচন না হওয়ার বিষয়ে মন্তব্য করে বলেছেন, “আমরা মাত্র তিনজন পেসার চেয়েছিলাম, তাই মহম্মদ সিরাজকে বাদ পড়তে হয়েছে, সেটা সত্যি দুর্ভাগ্যজনক। তবে নতুন বলে তার কার্যকারিতা বেশি। কিন্তু বল পুরানো হলে তাঁর কার্যকারিতা কমে যায়। আমরা দলে মাঝের ওভারে ও ডেথ ওভারে কার্যকর বোলার চেয়েছিলাম। আমরা বুমরাহ, অর্ষদীপ ও শামিকে সঠিক বলে মনে করেছিলাম।”
আসলে, অস্ট্রেলিয়া সফরে পঞ্চম টেস্টে অতিরিক্ত চাপ নিতে গিয়ে চোট পান জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। যে কারণে পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি তিনি। ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই স্কোয়াড প্রকাশ করেছে যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েছেন গম্ভীরের প্রিয় হার্ষিত রানা (Harshit Rana)। ভারতের জার্সিতে হার্ষিত রানাকে নিয়মিত সুযোগ দিচ্ছে বিসিসিআই। গম্ভীরের কোচিংয়ে কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম মুখ্য পেসার ছিলেন হার্ষিত।
হার্ষিত রানা ছিনিয়ে নিলেন জায়গা
নাইট রাইডার্স দলের হয়ে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। পাশাপশি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের জন্য জাতীয় দলে জায়গা পাকা করে ফেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল হার্ষিত রানার। বল হাতে তিনি অভিষেক টেস্টে ট্রেভিস হেডকে (Travis Head) আউট করে তার ক্যারিয়ারের সূচনা করেছিলেন। অস্ট্রেলিয়ায় দুই টেস্টে তিনি ৪ উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে দলে সুযোগ পেতে পারেন হার্ষিত।