দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছিল ভারতীয় দল। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে ব্লু ব্রিগেডরা দুরন্ত ফর্মে আছেন বলেই মনে করা হচ্ছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে চন্ডীগড়ে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। এর মধ্যে গতকাল ম্যাচ চলাকালীন আর্শদীপ সিং (Arshdeep Singh)’এর হতাশাজনক বোলিং দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তার কর্মকাণ্ড দেখে উঠছে একাধিক প্রশ্ন।
Read More: “ঘোড়া পাচ্ছে না ঘাস গাধা খাচ্ছে চ্যবনপ্রাশ..”, শূন্য রানে আউট হয়ে আবারও সমালোচনার মুখে পড়লেন গিল !!
আর্শদীপ’এর ওপর ক্ষুব্ধ গম্ভীর-

গতকাল দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন কুইন্টন ডি কক (Quinton de Kock) এবং রেজা হেন্ড্রিক্স (Reeza Hendricks)। ডি কক একাই ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। তার বিধ্বংসী ব্যাটিং’এ বড়ো ইনিংস গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল প্রোটিয়ারা। বোলিং আক্রমণে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) থেকে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) সম্পূর্ণ ব্যর্থ হয়ে দলকে চাপের মুখে ফেলে দেন। এই রকম সময় আর্শদীপ সিং’এর ওপর দায়িত্ব দেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
১১ তম ওভারে এই তারকা পেসার বোলিং করতে এসে একের পর এক ওয়াইড করতে থাকেন। তিনি ৭ টি ওয়াইড করে রীতিমতো লজ্জার দৃষ্টান্ত তৈরি করেন। এই সময় ডাগআউটে বসে থাকা গৌতম গম্ভীর ক্ষুব্ধ হয়ে চিৎকার করে ওঠেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। উল্লেখ্য আর্শদীপ ম্যাচে ৪ ওভারে একটি উইকেটও সংগ্রহ করতে পারেননি। এর সঙ্গেই মোট ৫৪ রান খরচ করেছেন। তার বোলিং ইকোনমি রেট ছিল ১৩.৫।
গম্ভীরের কর্মকাণ্ডে উঠছে প্রশ্ন-

আর্শদীপ সিং (Arshdeep Singh)’এর বোলিং ভারতীয় দলকে বিপর্যয়ের মুখে ফেললেও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ক্ষুব্ধ হওয়ার ছবি নিয়ে সোশাল মিডিয়ায় একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। ক্রিকেট বিষয়ক এক আলোচনায় এক ক্রিকেট বিশেষজ্ঞের বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। তিনি বলেন, “সবচেয়ে বড়ো বিষয় হল আর্শদীপ ৭ টি ওয়াইড করেছেন। যখন ৩ বা ৪ টি ওয়াইড হয়েছে তখন থেকেই গম্ভীর চিৎকার করতে শুরু করে দিয়েছিলেন। কোচের এইরকম ব্যবহার করা উচিত নয়।
ক্রিকেটারদের ওপর এইরকম চিৎকার করা কখনোই উচিত। তাহলে ভাবুন ড্রেসিংরুমের কী অবস্থা। এই জন্যই দল খারাপের দিকে যাচ্ছে। যদি হর্ষিত রানা (Harshit Rana) এই ধরনের বল করেন তাহলে কী গম্ভীর এইরকম চিৎকার করবেন? আর্শদীপ সিং’এর এইরকম বোলিং করা উচিত হয়নি। কিন্তু তিনি চেষ্টা করছেন। কেউ এখানে বাচ্চা নন। সবার সামনে এইভাবে বললে ক্রিকেটারদের মনোবল কী অবস্থায় পৌঁছায় বোঝা যাচ্ছে। আমার তো মনে হয় গম্ভীর ড্রেসিংরুমে ব্যাট দিয়ে ক্রিকেটারদের পেটান। ক্রিকেটারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।”