নীতিশ-হর্ষিতকে অলরাউন্ডার বানাতে গিয়ে দলকে ধ্বংস করছেন গম্ভীর, ভক্তরা তুলছেন প্রশ্ন !! 1

গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে আসার পর থেকেই দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছেন। তার সময়কালেই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। এমনকি ওডিআই ফরম্যাটেও হিটম্যানকে সরিয়ে গিলকে অধিনায়ক হিসেবে নিয়ে আসা হয়েছে। এই সিদ্ধান্ত তীব্র সমালোচনার মুখে পড়েছিল। এখনও পর্যন্ত এই নতুন অধিনায়ক ভারতীয় ওডিআই দলকে আত্মবিশ্বাস দিতে পারছেন না। এর মধ্যেই নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Match) বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দল লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে। এরপর গম্ভীরের একাধিক সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন।

Read More: বাদ তিলক-সুন্দর, এন্ট্রি নিলেন শ্রেয়স-বিষ্ণু, প্রকাশ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড !!

ভারতের লজ্জাজনক হার-

Ind vs nz
IND vs NZ | Image: Getty Images

রাজকোটে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ভারতের ওপেনিং করতে নেমে রোহিত শর্মা ২৪ রান করে আউট হয়ে গেলেও শুভমান গিল স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ব্যাট থেকে ৫৩ বলে ৫৬ রান আসে। এরপর বিরাট কোহলি (Virat Kohli) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ব্যর্থ হ‌ওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছিল দল। এইরকম পরিস্থিতিতে দলের হয়ে হাল ধরেন কেএল রাহুল (KL Rahul)। তিনি কিউইদের বিপক্ষে দুরন্ত শতরান হাঁকিয়ে রীতিমতো চমক দেন।

তবে ব্লু ব্রিগেডদের দেওয়া ২৪৮ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে উইল ইয়ং (Will Young) এবং ড্যারিল মিচেল (Daryl Mitchell) গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। উইল ইয়ং ৮৭ রানের ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন‌। অন্যদিকে ড্যারিল মিচেল বিধ্বংসী অপরাজিত ১৩১ রানের ইনিংস খেলে দলকে দুরন্ত জয় ছিনিয়ে এনে দেন। ফলে সিরিজে সমতা ফেরায় কিউরা‌।

সমালোচনার মুখে গৌতম গম্ভীর-

নীতিশ-হর্ষিতকে অলরাউন্ডার বানাতে গিয়ে দলকে ধ্বংস করছেন গম্ভীর, ভক্তরা তুলছেন প্রশ্ন !! 2
Nitish Kumar Reddy | Image: Getty Images

রাজকোটে বোলিং আক্রমণ একেবারেই ভারতীয় দলকে ভরসা দিতে পারেনি। একাদশে সুযোগ পেয়ে অলরাউন্ডার হিসেবে সম্পূর্ণ ব্যর্থ হন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ব্যাট হাতে মাত্র ২০ রান সংগ্রহ করেন। এছাড়াও মাত্র ২ ওভার বল করার সুযোগ পান। গম্ভীরের প্রিয় পাত্র বলেই সুযোগ পেয়েছেন বলেই কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। এক ক্রিকেট ভক্ত ভারতীয় দলের প্রধান কোচের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এক ভিডিও বার্তায় বলেন, “নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ওডিআই ম্যাচ হেরেছে দল।

এছাড়াও একের পর এক টেস্ট ম্যাচ হারছে ভারত। কিন্তু গম্ভীর তার কৌশল পরিবর্তন ‌করছেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সেই নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা (Harshit Rana) এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে (Prashidh Krishna) খেলতে দেখা গেছে। তিন জন‌ই মধ্য গতির বোলার। ৪০০ রান করলেও এই বোলাররা আপনাকে ম্যাচ জেতাতে পারবে না। আপনি জেদ নিয়ে বসে আছেন যে নীতিশ কুমার এবং হর্ষিতকে অলরাউন্ডার বানিয়ে ছাড়বেন।”

তিনি আর‌ও বলেন,“এরা ৭-৮ নম্বরে ব্যাটিং করে মানে ব্যাটসম্যান নয়। ১০ ওভার বল করে না ফলে এরা পূর্ণ বোলার নন। এরা হার্দিক পান্ডিয়ার ১০ শতাংশ নন বলে মনে করি। এমন কাউকে আনুন যিনি হার্দিকের মতো অলরাউন্ডার হবে। ফলে গম্ভীরের এই কৌশলের জন্য দল শেষ হয়ে যাচ্ছে।”

Read Also: বাংলাদেশে নিরাপত্তা নেই মুস্তাফিজুর-লিটনদের, নিজের দেশেই থেকেই পাচ্ছেন হুমকি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *