ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে। ইতিমধ্যেই টিম ইন্ডিয়া তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। প্রকাশ্যে আশা স্কোয়াডে দেখা গিয়েছে বেশ কিছু পরিবর্তন। বিশেষ করে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে যেন ছেলে খেলা করছে বিসিসিআই (BCCI)। আসলে প্রকাশ্যে আসা স্কোয়াডে ভারতীয় দলের সহ অধিনায়কের পরিবর্তন লক্ষ করা গিয়েছে। ভারতের সহ অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে অক্ষর প্যাটেলকে (Axar Patel)। ভারতীয় দলের তারকা খেলোয়াড় হার্দিক পান্ডিয়াকে দলের সহ অধিনায়ক হিসাবেসুযোগ না দেওয়ায় নেটিজেনরা গৌতম গম্ভীরকেই বেশি দোষী সাব্যস্ত করছে।
হার্দিক পান্ডিয়াকে একঘরে করলো গৌতম গম্ভীর
আসলে, রোহিত শর্মার (Rohit Sharma) ক্যাপ্টেনসিতে ডেপুটি হিসাবে কাজ করেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এমনকি রোহিতের পর হার্দিকেরই হওয়ার কথা ছিল দলের ক্যাপ্টেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্বাচকদের মতে হার্দিক পান্ডিয়া একজন চোট প্রবন খেলোয়াড় যে কারণে হার্দিকের পরিবর্তে স্টার ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) জাতীয় দলের অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়েছিল। যদিও সেসময় হার্দিককে সহ অধিনায়ক হিসেবেও কোনো দায়িত্ব দেওয়া হয়নি। প্রসঙ্গত, হার্দিক পান্ডিয়া একসময় ভারতীয় T20I দলের অধিনায়ক হিসাবে রোহিত শর্মার (Rohit Sharma) স্বাভাবিক উত্তরসূরি হিসাবে বিবেচিত হয়েছিলেন।
Read More: Hardik Pandya: BCCI-এর অবহেলার পাত্র হয়ে উঠলেন হার্দিক পান্ডিয়া, পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ !!
এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তিনি ভারতীয় দলের সহ অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন। তবে গম্ভীর জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে হার্দিককে লিডার শিপের কোনো ভূমিকাতেই রাখা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে সহ-অধিনায়ক মনোনীত হওয়া শুভমান গিল (Shubman Gill) বর্তমানে টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ নন। বিশ্বকাপের মঞ্চে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তবুও হার্দিককে লিডারশিপের ভূমিকায় রাখতে নারাজ টিম ম্যানেজমেন্ট। গম্ভীর জামানায় হার্দিককে একেবারে আস্তাকুড়ে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে।
হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ার
ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের নতুন সহ অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলকে বেছে নেওয়া হয়েছে। দলের এই সিদ্ধান্তর পর এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে হার্দিককে আগামী দিনে ক্যাপ্টেনসির আওতায় আনতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। যোগ্য হওয়া সত্ত্বেও তাকে বঞ্চিত থাকতে হবে। ভারতীয় দলের এই তারকা খেলোয়াড় আপাতত টেস্ট ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে রেখে ওডিআই ও টি-টোয়েন্টি ফরম্যাটে দেখতে পাওয়া যাচ্ছে। দলের হয়ে তিনি ৮৬ ওডিআই ম্যাচে ৩৪ গড়ে ও ১১০.৩ স্ট্রাইক রেটে ১৭৬৯ রান বানিয়েছেন। তাছাড়া, ১০৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২৭.৯ গড়ে ও ১৪১.৯ স্ট্রাইক রেটে ১৭০০ রান বানিয়েছেন। তাছাড়া সাদা বলের দুই ফরম্যাটে হার্দিক ১৭৩ উইকেট নিয়েছেন।