টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) সাম্প্রতিক সময়ে চরম উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছেন। কটকের প্রথম টি-টোয়েন্টিতে প্রথম বলে চার হাঁকানোর পর দ্বিতীয় বলেই প্যাভিলিয়ন ফেরেন তিনি। এরপর দ্বিতীয় বলেই উইকেট হারান তিনি। এরপর ঘরের মাঠেই দ্বিতীয় টি-টোয়েন্টির প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরত যেতে হয়েছিল শুভমান গিলকে (Shubman Gill)। টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করা শুভমান গিলের ধারাবাহিকতা নিয়ে ভক্ত-সমালোচকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এশিয়া কাপের সময় থেকেই শুভমান গিলকে ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন বাদে শুভমান টি-টোয়েন্টি দলে ফিরে আসেন তবে বারবার সম্পূর্ণভাবে ব্যার্থ হচ্ছেন তিনি। অস্ট্রেলিয়াতে সেভাবে ছন্দ দেখাতে পারেননি তিনি।
শুভমান গিলকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা

এশিয়া কাপের সময় থেকেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয়েছিল, সেই সময় থেকেই ওপেনিংয়ের দায়িত্ব তাঁর কাঁধেই তুলে দেওয়া হয়েছিল। টানা কয়েকটি ম্যাচে সুযোগ পেলেও গিল উল্লেখযোগ্য রান করতে পারেননি। বিশ্বকাপের আগে এখনও বাঁকি রয়েছে আটটি টি-টোয়েন্টি ম্যাচের। তাই গৌতম গম্ভীর (Gautam Gambhir) তৃতীয় ম্যাচে প্লেয়িং ইলেভেনে পরিবর্তন আনবেন কিনা তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গিলের বদলে, সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ওপেনিংয়ে ফেরানোর দাবি জোরালো হচ্ছে। কিছুদিন আগেই স্যামসন ও অভিষেক শর্মা মিলে টপ অর্ডারে একটি বেশ সফল জুটি গড়েছিলেন। স্যামসনের স্ট্রাইক রেট ও পাওয়ার-প্লেতে আক্রমণাত্মক মানসিকতা দলের জন্য যথেষ্ট কার্যকর বলে মনে করছেন অনেকেই। পরিসংখ্যানের বিচারেও এগিয়ে সঞ্জু স্যামসন। এই ফরম্যাটে এখন পর্যন্ত ১৭টি ইনিংসে স্যামসন ১৭৮.৭৬ স্ট্রাইক রেটে ৫২২ রান সংগ্রহ করেছেন।
Read More: ‘ড্রেসিংরুমে মনে হয় ব্যাট দিয়ে পেটান..’, আর্শদীপের ওপর চিৎকার করায় সমালোচনার মুখে গৌতম গম্ভীর !!
শুভমানের থেকে এগিয়ে স্যামসন

বিপরীতে, শুভমান গিল ওপেনার হিসেবে ১৪০.৪০ স্ট্রাইক রেটে ৮৪১ রান করলেও ফর্মের দিক থেকে সম্প্রতি পিছিয়ে পড়ছেন। ধর্মশালার তৃতীয় টি-টোয়েন্টিতে তাই সকলের নজর থাকবে প্রধান কোচ গৌতম গম্ভীরের দিকে। বেশ কিছু ভক্তের দাবি, সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংস (CSK) দলে যোগদান করার পর থেকেই গম্ভীর সঞ্জুকে দলে সুযোগ দেওয়া বন্ধ করে দিয়েছে। অস্ট্রেলিয়াতেও সঞ্জুকে সেভাবে সুযোগ দেওয়া হয়নি, তাঁর জায়গায় দলে উইকেটকিপার ব্যাটসম্যানের ভূমিকা পালন করছেন জিতেশ শর্মা। গম্ভীর ও এমএস ধোনির (MS Dhoni) মধ্যে ঠান্ডা লড়াইয়ের মতন সম্পর্ক। যে কারণেই হয়তো সঞ্জুকে সেভাবে সুযোগ দিচ্ছেন না গম্ভীর।