জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী মাসেই শুরু হতে চলেছে এই বছরের এশিয়া কাপ (Asia Cup 2025)। এই টুর্নামেন্টের জন্য একটি নতুন টি-টোয়েন্টি দল প্রস্তুত করতে চাইছে বিসিসিআই (BCCI)। এই বছর আইপিএলের পারফর্ম্যান্স ওপর গুরুত্ব দিচ্ছেন নির্বাচকরা। সম্প্রতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে শেষ হওয়া গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে ভারতীয় দলে একাধিক পরিবর্তন দেখা গিয়েছিল। এবার গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় টি-টোয়েন্টি দলকে নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। তবে তিনি এমন একজন ক্রিকেটারকে এশিয়া কাপে (Asia Cup 2025) দলে আনতে চাইছেন যিনি রঞ্জি ট্রফি খেলারও যোগ্য নন।
Read More: ক্যাপ্টেন MI’এর খেলোয়াড়, বাদ পড়লেন RCB’এর হিরো, প্রকাশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোয়াড !!
ফিরছেন এই তারকা-

এশিয়া কাপে ভারতীয় দল নিজেদের দাপট বজায় রাখার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হচ্ছে। এই টুর্নামেন্ট এই বছর টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। সূত্র অনুযায়ী হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দাদা ক্রুনাল পান্ডিয়াকে (Krunal Pandya) ভারতীয় দলে ফিরিয়ে আনতে চাইছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি নির্বাচকদের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। এই বছর আইপিএলে (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) প্রথমবারের মতো ট্রফি জয় করে ইতিহাস রচনা করেছে। এই দলের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন ক্রুনাল (Krunal Pandya)।
ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই তিনি দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন। হার্দিক পান্ডিয়ার দাদা এই বছর আইপিএলে ১৫ ম্যাচে ১০৯ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ১৭ টি উইকেট তুলে নিয়েছিলেন। তবে এই বছর আইপিএলে দুরন্ত ফর্মে থাকলেও জাতীয় দলে খেলার মতো ক্রিকেটার নন ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) বলে অনেকেই মনে করছেন। হার্দিকের সঙ্গে গৌতম গম্ভীরের সুসম্পর্ক থাকার কারণেই তিনি এশিয়া কাপে (Asia Cup 2025) জায়গা পেতে পারেন বলে উল্লেখ করছেন নেটিজেনরা।
৪ বছর পর ফিরছেন ক্রুনাল –

২০১৮ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করেছিলেন ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)। এরপর ২০২১ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ভারতের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। তারপর দীর্ঘ সময় জাতীয় দলে সুযোগ করে নিতে পারেননি এই তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ পারফর্মেন্সের জন্যেই তাকে নিয়ে বেশি ভাবনাচিন্তা করেননি নির্বাচকরা। উল্লেখ্য ক্রুনাল (Krunal Pandya) এখন পর্যন্ত ৫ টি ওডিআই ম্যাচে ১৩০ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মাত্র ২ টি উইকেট তুলে নিয়েছেন।
এখনও পর্যন্ত দেশের হয়ে ১৯ টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দাদা। এই ফরম্যাটে ১২৪ রানের সঙ্গে তার ঝুলিতে আছে মোট ১৫ টি উইকেট। অন্যদিকে সূত্র অনুযায়ী এই বছর এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে আসতে পারেন হার্দিক। রোহিত শর্মার (Rohit Sharma) পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্বে দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু তার আন্তর্জাতিক মঞ্চে কোনো টুর্নামেন্টে দেশকে নেতৃত্ব দেওয়ার এখনও পর্যন্ত অভিজ্ঞতা নেই। হার্দিক এই বছর আইপিএলে অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই কারণেই নির্বাচকদের চিন্তাভাবনায় রয়েছেন তিনি।