গত বছর নিউজিল্যান্ডের (India vs Newzealand Test Series) বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারের সম্মুখীন হয়েছিল ভারতীয় দল। এরপরই গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। বর্তমানে ভারতীয় টেস্ট দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) অবসর নেওয়ার পর তরুণ বাহিনীর ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলের (Shubman Gill) ওপর। তবে এই পরিবর্তন করেও ঘরের মাঠে আবারও টেস্ট ম্যাচ হারল ব্লু ব্রিগেডরা। ইডেন গার্ডেন্সে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) নির্দেশ উপেক্ষা করে স্পিনিং পিচ করার নির্দেশ দিয়েছিলেন গম্ভীর। সেই কৌশল ভারতীয় দলে জন্য সমস্যা হয়ে দাঁড়ায়।
Read More: “শামিকে দলে নাও..”, SA’এর বিপক্ষে হারের পর গম্ভীরকে পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলী !!
ভারতের লজ্জাজনক হার-

ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Series) বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নেমেছে। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টেম্বা বাভুমা (Temba Bavuma)। কিন্তু প্রথম ইনিংসে প্রোটিয়ারা ব্লু ব্রিগেডদের বোলিং আক্রমণের সামনে চাপের মুখে পড়ে যায়। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) একাই পাঁচ উইকেট সংগ্রহ করে রীতিমতো জ্বলে উঠেছিলেন। এর ফলে মাত্র ১৫৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় এইডেন মার্করামরা (Aiden Markram)। কঠিন পিচে প্রথম ইনিংসে ভারতীয় দলও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায়। ঋষভ পান্থ (Rishabh Pant) থেকে কেএল রাহুল (KL Rahul), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হয়।
সাইমন হার্মারের (Saimon Harmer) দুরন্ত বোলিং রীতিমতো কোণঠাসা করে দিয়েছিল। এই ইনিংসে চোট পেয়ে মাঠ ছাড়েন শুভমান গিল (Shubman Gill)। ফলে শেষ পর্যন্ত ভারত ১৮৯ রানে পৌঁছায়। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারেও একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো আত্মসমর্পণ করে। একমাত্র বাভুমা ধৈর্যের সঙ্গে অবিশ্বাস্য ইনিংস খেলে অর্ধশতরান করতে সক্ষম হন। লড়াইয়ে ফেরে প্রোটিয়ারা। এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৪ রান তাড়া করতে নেমে ব্লু ব্রিগেডরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত ৩০ রানে পরাজিত হয় পান্থরা।
সৌরভের কথা অমান্য করার ফল-

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) বর্তমানে সিএবি (CAB) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচটি তিনি প্রস্তুতি পর্ব থেকেই পর্যবেক্ষণে রেখেছিলেন। সূত্র অনুযায়ী তিনি এবং পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় (Sujan Mukherjee) স্পোর্টিং পিচ বানাতে চেয়েছিলেন। ব্যাটিং এবং বোলিং’এর লড়াইকে আকর্ষণীয় করতে চেয়েছিলেন তারা। কিন্তু ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর সম্পূর্ণ স্পিনিং পিচ প্রস্তুত করার জন্য নির্দেশ দেন। সেই হিসাবেই চার দিন পিচে জল না দিয়ে প্রস্তুত করা হয়।
কিন্তু বর্তমানে নিজের পাতা ফাঁদেই পড়ে কার্যত সমালোচনার মুখে পড়েছেন গম্ভীর। ম্যাচ শেষে তিনি এই ষরকম পিচ চেয়েছিলেন বলেই সাংবাদিক সম্মেলনে জানান। অন্যদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তাকে পরামর্শ দিয়ে সম্প্রতি বলেছেন, “ভালো পিচে খেলার চেষ্টা করুন। আশা করি গম্ভীর শুনছেন। উইকেট নিতে হবে। যদি ব্যাটসম্যানরা ৩৫০-৪০০ রান না করে টেস্ট ম্যাচ জিততে পারবে না। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), মহম্মদ শামির (Mohammed Shami) মতো বোলারদের ওপর ভরসা রাখতে হবে।”